
হ্যালো ফ্রেন্ডস। আমি কি সামু ছেড়ে চলে যাবো?
দীর্ঘদিন ধরে সামুতে আছি কথা সত্য। একটা মায়া জন্মে গেছে। তাই সামু ছেড়ে চলে যাওয়ার আগে সবাইকে জানিয়েই যাওয়া উচিৎ। আবার এই জানিয়ে যাওয়াটা উচিৎ কিনা আমি সঠিক জানি না। আমি জানি, আমি সামুতে থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। কেউ কোনো দিন আমার কোনো খোঁজও করবে না। সামুতে সদস্যের অভাব নেই। এর মাঝে একজন হারিয়ে গেলে কেউ জানতেও পারবে না। গত ১৩/১৪ বছরে সামু থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এজন্য সামুর জন্য আমার শুভ কামনা সব সময় থাকবে। আজকাল কেন জানি সামুতে আনন্দ পাচ্ছি না। এছাড়া চাঁদগাজী নিকটা ব্যান করাতে আমি দারুন ভাবে মর্মাহত। আবার সোনাগাজী নিকটায় দীর্ঘদিন ধরে কমেন্ট ব্যানে আছে। অথচ আমি তার কমেন্ট গুলোর ভক্ত।
আমি কেন সামু ছেড়ে চলে যেতে যাচ্ছি?
আমি আমার নিজ ইচ্ছাতেই সামু ছেড়ে যাচ্ছি। আমি সামুতে অনেক লিখেছি, অনেক মন্তব্য করেছি। আবোল তাবোল অনেক কিছুই সামুতে লিখেছি। সত্য কথা বলতে যা মন চেয়েছে লিখে গেছি সামুতে। এই লিখে যাওয়ার মধ্যে এক ধরনের স্বচ্ছ আনন্দ পেয়েছি। সামুতে আমার কোনো বন্ধু নেই। অথচ আমি একজন বন্ধুসুলভ মানুষ। দুজন ছাড়া আর কারো সাথেই পরিচয় হলো না, কারো সাথে দেখা হলো না। আফসোস। সামু আমার অতি নির্দোষ কয়েকটা লেখা মুছে দিয়েছে। আমি ভীষন অবাক হয়েছি। অবশ্য সামুতে মন খুলে লিখা যায়, অন্য ব্লগে মন খুলে লেখা যায় না। হয়তো আমি সামু ছেড়ে যাবো না। আবেগের বশে এই পোস্ট লিখছি। আবেগ হয়তো আজ রাতেই কেটে যাবে। সকাল থেকে আবার পুরোদমে সামুতে ঝাপিয়ে পড়বো।
সত্য কথা বলি, সামুতে অনেক লিখেছি।
কিন্তু কোনো ভক্ত পাইনি। আমার লেখা কেউ শেয়ার দেয়নি। শেয়ার তো দূরের কথা দুইশ' বার পঠিত পর্যন্ত হয় না আমার লেখা। তাতে আমি থেমে যাইনি। উৎসাহে ভাটা পড়েনি। তবুও লিখে গেছি। হ্যাঁ আমি জানি আমি ভালো লিখি না। কাঁচা লেখা এবং বড্ড অগোছালো। কিন্তু আমি দেখেছি, অনেকের লেখা একেবারেই মানহীন। কিন্তু তাদের অনুগামী আর মন্তব্যের অভাব নেই। তাঁরা সামুতে সফল। আমি ব্যর্থ। ব্যর্থ বলেই আমি সামু ছেড়ে চলে যাচ্ছি। কারো আফসেট হওয়ার কিছু নেই। সামু ছেড়ে যাচ্ছি, পৃথিবী ছেড়ে যাচ্ছি না। তবে একদিন তো পৃথিবী ছেড়েই যেতে হবে। সামুতে যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের আমি ক্ষমা করে দিয়েছি। মানুষকে ক্ষমা করতে আমার বড় ভালো লাগে। নিজেকে মহৎ বলে মনে হয়।
সামুতে আমি ব্যাক্তিগত ভাবে কাউকে চিনি না, জানি না।
বেশ কয়েকজন সামুতে আমাকে অতি কুৎসিত গালি দিয়েছে। নোংরা মন্তব্য করেছে। অসভ্য শব্দ ব্যবহার করেছে। আরো কয়েকজন গালি দিতে আমার পরিবারকেও ছাড় দেয়নি। সামু মডারেটর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মডারেটরের উচিত ছিলো- সামু থেকে সমস্ত দুষ্টলোকদের কান ধরে বের করে দেওয়া। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যারা সামুর পরিবেশ নষ্ট করছে, তাদের কেন জামাই আদর করে রাখতে হবে? তাদের শাস্তি একটাই- 'ব্যান'। অবশ্য সামু চলবে, সামুর নিয়মে। দুষ্টলোক এখন পৃথিবীর সব জায়গায় আছে। মসজিদ মন্দিরেও আছে। সামুর মডারেটরও আমাকে বেশ কয়েকটা কটু কথা বলেছেন। অপমান করেছেন। তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তার আচরণে আমি কষ্ট পেয়েছি। যাক আমি তো আর তাকে কষ্ট দেইনি।
ভালোবাসা নিরন্তর। সবার জন্য শুভ কামনা।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। সামুতে লিখুন। পড়ুন। মন্তব্য করুণ। সকলে মিলে সামুকে আরো সমৃদ্ধ করুণ। যারা পড়তে ভালোবাসেন, লিখতে ভালোসেন তাদের জন্য সামু অনেক বড় প্লাটফর্ম। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে 'জ্ঞান'। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই। জ্ঞান মানুষকে স্বচ্ছ করে, পবিত্র করে, মহৎ করে, মানবিক ও হৃদয়বান করে তোলে। আমি সামু ছেড়ে চললাম। বিদায় নিলাম। জানি আমাকে কেউ স্মরণ করবে না। কেউ খেয়াল করবে না। সামুতে আমার কোনো মিত্র নেই, শত্রুও নেই। আজন্ম একজন ব্যার্থ মানুষ আমি। জয় বাংলা। লেখাটা শেষ করার পর মনে হলো- না সামু ছেড়ে আমার যাওয়া উচিৎ হবে না। আমি যাবো না। নো নেভার। যেহেতু লিখেই ফেলেছি। তাই লেখাটা পোস্ট করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



