
মাটির রাস্তা, রাস্তার দুপাশে সারি সারি গাছ
মাথার উপরে স্বচ্ছ আকাশ! আকাশে চিল দেখা যাচ্ছে
দু'ধারে ধানক্ষেত, সেখানে অনেক টিয়া! পাশে লম্বা খাল
খালের পাশে গ্রামের পথ শুরু।
অপার্থিব বিভ্রম নয় তো?
মানুষটা আজ সকালে মারা গেছেন,
তার শিয়রের কাছে দাঁড়িয়ে আমি, অপলক চোখে তাকিয়ে
মুখে তিন-চার দিনের দাড়ি, ঠোঁটের কোনায় যেন একটু হাসি
গভীর ঘুমে, শান্ত মুখ, একদম নিরীহ।
শেষ বারের মতো দেখে নিলাম।
সন্ধ্যার আগেই করব হয়ে গেলো। যা রয়ে গেলো তা স্মৃতি।
রাজনীতিকে চলতে হয়, দূর্নীতিবাজদের কাধে ভর রেখে
সরকার তো নিজেদের সুবিধের জন্য আইন বানায়
হাসপাতাল থেকে দালাল দূর করা কোনো ঘটনাই না
কেউ নিজেকে বদলাতে চায় না, তাই পরিবর্তন হয় না।
(যারা আমার লেখা পড়েন, তাঁরা জানেন আমি কবিতা লিখতে পারি না। আসলে শুধু কবিতা নয়, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার, উপন্যাস কিছু আসে না আমার হাতে। তবু আমি লিখি। লিখতেই থাকি। এভাবে আমি কবিতাও লিখি। যা শেষমেশ কবিতা হয় না। কি হয়? তা আমি জানি না। কবিতা মূলত আবেগের খেলা। বাস্তব এবং আবেগ এক বিষয় নয়। আবেগ দিয়ে কবিতা লেখা যায়, কিন্তু জীবন চলে না। যাইহোক, সবাই একটু সাবধান থাকবেন। ডেঙ্গু বেশ বেড়েছে। অনেকে মারাও যাচ্ছেন। আমাদের তিন জন আত্মীয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি। অবস্থা বেশ খারাপ। বমি করছে, পেট খারাপ করেছে, প্রচন্ড জ্বর। কয়েকদিন ধরে আমার নিজের শরীরটা ভালো নেই। খুব দুর্বল লাগে।)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



