
২০২৩ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন।
প্রতিদিন বিশ্বে অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিটা বছর আমাদের উপহার দিয়ে যায় কিছু মন্দ, কিছু ভালো। তিন বছর আগে করোনা ভাইরাস মহামারী বিশ্বকে এক অজানা অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলো। চলতি বছরে কত কিছুই তো ঘটে গেলো! এবছর বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলেছে আমাদের পৃথিবী। ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল ২০২৩। নতুন বছরে অর্থনীতি কিংবা রাজনীতি কোনটাই স্বস্তির বার্তা এখনও দিচ্ছে না, তবু মানুষ আশায় বুক বাঁধছে।
'জওয়ান' এবং 'পাঠান' মুভিটা বেশ সাড়া ফেলেছে।
দুটা মুভির নায়ক শাহরুখ খান। ব্যবসা সফল সিনেমা। মুভি দুটা আমি দেখি নাই। এদিকে ভারত চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ। দারুন একটা কাজ হয়েছে। বিজ্ঞানের নয়া দিগন্ত খুলে দিল ভারত। আর দুঃখজঙ্ক ঘটনা হচ্ছে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ৬ ফেব্রুয়ারি থেকে পরপর পাঁচটি ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। চলতি বছরে ভারত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হিসেবে চীনকে অতিক্রম করে। ইসরাইল-হামাস সংঘাত। ২৫০ জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাস। আধুনিক বিশ্বে এসেও মানুষ যুদ্ধ করে ভাবতে অবাক লাগে!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
প্রায় দুবছর হতে চললেও এখনও চলছে লড়াই। এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কোনও পক্ষ। একপক্ষ সামান্য ছাড় দিলেই এই যুদ্ধ অনেক আগেই বন্ধ হয়ে যেতো। চলতি বছরে মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। তাঁর মৃত্যুর পরেই উত্তরাধিকার সূত্রে রাজা হন তৃতীয় চার্লস। আফ্রিকার অবস্থা ভালো না। সুদানে নতুন করে শুরু হয় গৃহযুদ্ধ। এদিকে পৃথিবীর তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে ২০২৩ সাল। ১৮৫০ সাল থেকে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। এর আগে, উষ্ণতম বছর হিসেবে গণ্য করা হতো ২০১৬ সালকে। ২০২৩ সাল এখন পর্যন্ত উষ্ণতম নথিভুক্ত বছর। মানব জাতি এর আগে কখনও এমন বড় মাত্রার হুমকির মুখে পড়েনি। প্রচুর গাছ লাগাতে হবে। অন্য কোনো বিকল্প উপায় নেই।
আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায়।
মেট্রোরেল, পদ্মা সেতু চালু হলো। কর্ণফুলী নদীর নিচে টানেল। কত কি করলো তারা। তবুও অনেক কিছু করতে পারেনি। বাজার নিয়ন্ত্রন করতে পারেনি। বেকারের সংখ্যা কমাতে পারেনি। শিক্ষার মান বাড়াতে পারেনি। দূর্নীতি বন্ধ করতে পারেনি। ঢাকার দুই মেয়র ফুটপাত দখলমুক্ত করতে পারেননি। এদিকে ডেঙ্গুতে মৃত্যু প্রায় ১৭০০ জন। ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ছিনতাইয়ের মাত্রা বেড়েই চলেছে। ঢাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের শিকার হতে হয়েছে অসংখ্য মানুষকে।
রাজনীতিবিদদের ছত্রছায়ায় থেকে যারা সীমাহীন টাকার মালিক হয়েছে-
তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে? অথবা যে সমস্ত মন্ত্রী এমপিদের সম্পদের পরিমান কয়েক গুন বেড়েছে তাদের বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা নেবে? অবশ্যই নেবে না। অনেক দূর্নীতিবাজ এবার এমপি নির্বাচন করছে। কিভাবে করছে? নায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব এমপি হয়ে কি করবে? তাদের কি রাজনীতি করার পূর্ব অভিজ্ঞতা আছে? গায়িকা মমতাজ এমপি হয়ে কি কি কাজ করেছে? সেই হিসাব কি কারো কাছে আছে? ২০২৪ সালটা বাংলাদেশের কেমন যাবে? নব্যধনীদের সংখ্যা বাড়বে। বেকার যুবকদের সংখ্যা বাড়বে। দূর্নীতি বাড়বে। ছিনতাই বাড়বে। বন্যা হবে। তাপমাত্রা বাড়বে। মানুষ আরো বেশি অমানবিক হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



