শিকারীর অদক্ষ নিশানায়,এই রাতে,নৈশব্দের নিছক অন্ধকারে
আহত বাঘের যন্ত্রনা নিয়ে বসে আছি,একা,প্রয়োজন আসন্ন ভোরে
বরফ তীখ্ন যন্ত্রনা যাবে কমে,দগদগে ঘা শুকিয়ে যাবে,অধিকারে
ফিরে পাবো কি আমার হারানো সকল?ঘুম যাবো কোনো উষ্ণ চাদোরে।
এইযে এখানে আহতের উদবিগ্নতা,তীব্র নেশার মতো ব্যাথা,অথবা
আমৃত্যু এখানেই পরে থাকা,যদি আসে কোনো ভেষজ লতা,ভাবি
জীবন মৃত্যুর মাঝখানে শুয়ে,যে অসহায় নারী,সন্তান সম্ভবা
সুস্থ সন্তান দান পৃথিবীর প্রতি তার উপহার,শুশ্রষা তার দাবী।
তবে যে রুপালি বিকেল,মৃত্যু ভয়ে হীম,শিতল নীলের খোজে
কবে তাকে উপহার দিবো সোনালী সে আলো,জাদুবাস্তব
তার পরন্ত আলোকছটায়,নিরভাবনার গান লেখা হবে সাদা কাগজে।
নতুবা এই যে আহত মিছিল,বুঝি মুল্যহীন,স্থবির শুয়ে থাকা শব।
আর কোনো প্রার্থনা আসেনা মোনে,কিসের ভালো কামোনায়
কাতর এ মোনে আসে, একান্ত নিজের যা কিছু ভালো
তবে অনুচ্চ থেকে,স্থবিরতা নিয়ে ভেষজ লতার গোপন শীরায়
আমারি ক্ষতো,নতজানু থেকে,ম্রিয়মান থেকে,এ বোনে জালাবে আলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




