ভেবেছি পুনর্বার ভিন্ন কোনো দৃশ্যের অবতারনা,অযাচিত আহবান
শুরু হবার আগেই; যথা যথ সত্য আমি অভিনেতা নই-এ খবর
তোমাকে জানাতে এসেছি।যেমন বৃহত কোনো সম্ভাবনার আযান
একে অন্যকে বলি,যেভাবে সব মানুষ।অথচ দেখো আমাদের শুন্য স্বর।
যেনো পরিত্যাক্ত আবাসনের স্যাঁতস্যাঁতে নৈশব্দতার কাছে অজস্র রাত
শেষে আমাদের চিন্হিত করেছি নিজস্ব অমিমাংসিত প্রতীকের মাপে
তবু দীর্ঘ সময় প্রার্থনা ,আকাংখার ভিন্ন কোনো রহস্যে নেমে আসা প্রপাত
তীর থেকে বহুদুর ভাসিয়ে নিয়ে গেছে আমাদের;নিজেদের অভিশাপে।
পুনর্বার ভিন্ন কোনো দৃশ্যের অবতারনা থামাতে হয়ত পারবোনা।
কারন দৃশ্য নিজেই নিজের বিশেষ হন্তারক ও জন্মদায়ী বলে পরিচিত
আমাদের দৃষ্টি শুন্যে নিথর বহুকাল;এই সব পুর্ব পুরুষের কাছে শোনা
তবু কোথাও ধরেনা ঘুন;কিছু ক্ষেত্রে ঘুনপোকার ধারনাও অপ্রচলিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




