অনেক দিন পর ফেসবুকে বসা।
মনটা ভালো নেই,
অনেক অভাবের মাঝে সবচেয়ে যে অভাবটি একদম ই পূরণ হচ্ছে না।
সেটা হলো আমার প্রিয় দেশের মানুষের অবনতি দেখে।
১৮ কোটি মানুষের এই ভূমিতে হাতে গোনা কিছু সাফল্য কেন?
দেশ এগিয়ে যাচ্ছে,
কিন্তু আমরা?
যারা দেশের মানুষকে পূঁজি করে সামান্য দুদিনের ক্ষমতাকে প্রাধান্য দিচেছ?
যারা নিজেরাই চলতে পারে না, তারা আবার আমাদের চালাবে কি করে?
আর কেনই বা সব বুঝে জেনে আমাদের ভাগ্যটা ছেড়ে দিচ্ছি?
কেন ঝগড়া বিবাদ বা আড্ডা জমাচ্ছি এগুলো ঘেটে?
ঘাটছি এজন্যই, কারন এর সাথে আমাদের ভবিষ্যত জড়িত।
কেন হচ্ছে না বন্ধ এসব নাটক?
বন্ধুরা আমাকে আদর করে ডাকে নাটক বলে।
আমি যদি নাটক হই, তবে এগুলো কি?
সবাই জবাব দে..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




