[SweetNote]
ডিয়ার হবু বউ..
বলবোনা তোমাকে কাঁদাবো না,
কিন্তু তোমার চোখের জল শুকিয়ে যাবার আগেই তোমার মুখে হাঁসি ফোটাবো..
বলবোনা কখনো মিথ্যা জানাবোনা তোমাকে,
যদি মিথ্যা বলে ফেলি সেটা হবে কোন কারন বসত আর সেই কারণটা তুমি জানতে চাওয়ার আগেই তোমাকে বলে দিবো..
আমি বলবনা তোমার সাথে কখনো ঝগড়া করবনা,
তবে আমিই আগেই সরি বলবো যখন দেখবো তোমার কোন দোষ ছিলনা..
বলবোনা দুজন একসাথে থাকলেই আমাদের জীবনটা সবসময় সহজ সুন্দর আর উজ্জ্বল থাকবে,
কিন্তু কখনো জীবন যদি কালো মেঘে ঢাকে তোমাকে শক্ত করে আমি ধরে রাখবো যেন এতটুকু ভয় তোমার না হয়..
আর কিছুই বলার নেই..
আর কিছুই দেখানোর নেই..
কারন প্রতিটা মুহূর্তে একটা কথাই মনের অজান্তে ভেবে যাই..
তোমাকে ভালোবাসি..আর সারা জীবন ভালোবাসতে চাই..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




