" শহীদ স্মরণে "
মোঃ রাকিব খান
®~~~~~~~~~~~~~~~~~~~~~®
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে,
পেয়েছি আমরা প্রিয় স্বাধীনতাকে।
তাঁদের কথা কোনোদিন ভুলবার নয়,
কারণ, তাঁদের অবদানেই এদেশের হয়েছে বিজয়।
তাঁদের স্মৃতি রক্ষার জন্যে,
অর্পণ করি ফুল মোরা স্মৃতি সৌধে।
স্বদেশের তরে যারা জীবন করেছে দান,
তাঁরাই প্রকৃত বীর সন্তান।
স্মৃতি সুতোয় গাঁথা থাকবে -
তাঁদের নাম চিরদিনী।
তাঁদের মহান দানের কাছে -
আমরা সবাই ঋণী।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



