এই পোস্টটি লিখলাম সাম্প্রতিক এক ব্লগার এর পোস্ট এর বক্তব্য দেখে।
পোস্টটি পড়ার সময় মনে মনে হল আমরা বাংলা গান ও আমাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে কিন্তু কেন এমন হচ্ছে তা না দেখে দেখছি আর ধিক্কার দিচ্ছি শিল্পীদের যারা আমাদের আনন্দ দেয়াই মূল কাজ মনে করে।
আপনি যদি গানের শিল্পী হতেন আর আপনার সিডি বাজারে বের হতে না হতেই পাইরেসি শুরু হতো।তখন আপনার মনে কি অবস্থা হতো।
জেমস ভাই গান ছেড়েছেন এই দু:খেই। আমরা যারা তার ভক্ত তারা আসল সিডি কিনি না। পাইরেসি করা সিডি কিনি বা ডাউনলোড করি।একবারও কি ভেবে দেখেছেন তিনিও মানুষ তাকেও সমাজের সাথে চলতে হয়।
"তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়"- শহীদ + শুভমিতা (ভারতীয় এক শিল্পী ) গানটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার সর্বশেষ সাক্ষাৎকারে তিনি দু:খের সাথে বলেছেন যে গান মানুষের মুখে মুখে ফেরে তার কি এক লাখ কপি সিডিও বিক্রি হবেনা?
শিল্পীরা কষ্ট করে আমাদের জন্য গান করে আর আমরা এরকম ভাবে তাদের প্রতারিত করি।স্বাধীনতার পর এ স্বাধীন দেশে এই সন্মান কি তাদের প্রাপ্য ছিল। ধিক আমাদের সস্তা মনমানসিকতাকে ধিক ঐ সকল ক্যান্সারদের যারা পাইরেসি করে আমাদের জেমস এর মত শিল্পীকে গান গাওয়া থেকে বিরত রেখেছে।
জেমস আগেই বলেছে যতদিন পর্যন্ত পাইরেসি বন্ধ না হতে তত দিন তিনি এলবাম বের করবেন না।আইয়ুব বাচ্চু ও অন্যান্য সব জনপ্রিয় শিল্পীরাও কিন্তু লক্ষ্য করলে দেখবেন এলবাম বের করা ছেড়ে দিয়েছে।
আসুন আমরা সবাই একত্র হই পাইরেসি রুখি।বিনামূল্যের ডাউনলোডের জন্য ভরসা না করে কিছু টাকা না হয় খরচ করিই এই দেশ, এই সংস্কৃতি আজ আমাদের উপর নির্ভর করছে।
আধুনিক গানের নামে যারা যা ইচ্ছে তাই গাচ্ছে।না হচ্ছে গান না থাকছে সে গানের আবেদন।অটো টিউনিং, নোংরা শব্দ আর অর্থ-হীন সব গানে আজ বাজার সয়লাব।আমরা কেন যেন বুঝেও বুঝছি না এধরনের গান আমাদের প্রাণের গান নয়। আমরা কি আজও আব্দুল আলীম, ফকির আলমগীর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনকঁ চাপার গান শুনিনা? কখনও কি সেসব গানের আবেদন ময়তা শেষ হবে? গান নিয়ে আগে মানুষ চিন্তা-ভাবনা করতো বিভিন্ন ভাবে পরীক্ষা নিরিক্ষা করতো তার পর হতো সব কালজয়ী বাংলাগান। যা আমাদের দেশের গর্ব।এখন কার শিল্পীরা গাওয়ার আগের লিরিকস বুঝে তারপর গান করে কিনা সন্দেহ আছে! শুধু সস্তা ডজনে ডজনে গান গেলেই শিল্পী হওয়া যায়না একথা যেনা তারা ভুলে গেছে।
তবে আমি আবার একথাও বলছি না যে সব শিল্পীই এক রকম। কিছু ভাল শিল্পীও আছে।তবে তা খড়ের গাদাঁয় সুইয়ের মতই, সূই আছে জানি তবে তা খুজতে গেলে শুধুই গলদঘর্ম হওয়া ছাড়া কিছুই পাওয়া যাবে না।
আমরা কি পারবো না আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে বাচাতে?
প্লিজ সবাই এগিয়ে আসুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


