গত ৯ নভেম্বর আমার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল
এতে যখন ১০ নভেম্বর সকাল ৭.৩০ এ আবার ঐ হ্যাকার আমার একাউন্ট হ্যাক করতে যায় তখন অটোমেটিক আমার মোবাইলে পিন চলে আসে। তখন বুঝি আবার ট্রাই মারছিল।এর পর এখন ১২.০০ টায় দেখি ফেসবুক কর্তৃপক্ষ আমার একাউন্টটি সাময়িক ভাবে ব্লক করছে।তবে ইচ্ছা করলে অবশ্য আমি এখনই খুলতে পারি তার অপশনও আছে। তবে ভাবছি কয়েক দিন পরেই খুলি এখন আর ফেসবুকে খুব বেশী সময় দেয়া হয়না। যতটা সময় সামুতে দিই তার তিন ভাগের এক ভাগও দেয়া হয়না।
সমস্যা সমাধানের জন্য যা করি:
১. আমার ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে অস্থায়ী পাসওয়ার্ড দেয়ে ফেবু তে লগইন করি।(যদি নতুন পাসওয়ার্ড অপশন দেয়ার অপশন পান তাও ব্যবহার করতে পারেন, তবে অধিকতর নিরাপত্তার জন্য এই পাসওয়ার্ডও ফেসবুকে লগইন করার পর পরিবর্তন করে নিবেন)
২. এর পর সিকিউরিটিতে গিয়ে আমার প্রাইমারী ই-মেইল, পাসওয়ার্ড নতুন করে দিই।
৩. আমার ইমেইল ও মোবাইল নং হাইড করি-সবার জন্যই (যা আগে ভুলে করিনি বা গুরুত্ব দিইনি)
৪. সঙ্গে মোবাইল এলার্ট অন করি লগইনের জন্য ফলে যে কেউ আমার একাউন্ট লগ করতে চাইলে আমার মোবাইলে বা ই-মেইলে প্রাপ্ত কোড (প্রতি লগইনেই) দিতে হবে।
৫. একই সাথে গত কয়েকদিনে যাদের ফ্রেন্ডশীপ আমি একসেপ্ট করেছি তাদের হতে সন্দেহজনক ব্যক্তিদের সাথে আনফ্রেন্ড করি (আমার ফ্রেন্ডশীপ একাউন্টে খুজে প্রায় পাচঁ জন সন্দেহ জনক ব্যক্তি পাই এবং তাদের সাথে আনফ্রেন্ড করি। উল্লেখ্য ফেসবুক হ্যাকিং করা যার অতি সহজে যদি আপনি আপনার পাচঁটি ফেসবুক একাউন্ট কারও একক একাউন্টে ফ্রেন্ড হিসেবে যুক্ত করতে পারেন, সুতরাং সদা সাবধান থাকবেন। একনাম বারবার দেয়া, কোন পর্ণস্টার, টেলিভিশন/সিনেমা স্টার বা বিভিন্ন ব্যক্তিত্ব এর নামে একাউন্ট খুলে হ্যাকাররা এই কাজ বেশী করে। সুতরাং সাবধানে ফ্রেন্ডশীপ একসেপ্ট করবেন)
৬. সবার কাছে আমার একাউন্ট হ্যাক হওয়ার কথা বলি এবং আমার একাউন্ট হতে কোন বিব্রতমূলক পোস্ট যদি গিয়ে থাকে সেজন্য দু:খ প্রকাশ এবং সাম্প্রতিক আমার একাউন্ট হতে পোস্ট করা কোন ছবি বা পোস্টে লাইক বা লিংকে ক্লিক করা হতে বিরত থাকতে বলি।
৭. একাউন্ট হ্যাক হওয়া হতে রক্ষা পেতে সবাইকে সর্তক করি।
সুতরাং সকল সামু বন্ধুদের সর্তকতামূলক পোস্টও বলা যায় এটি যদি কথনও এরকম সমস্যায় পড়েন আমর মত পদ্ধতি ট্রাই করবেন। সবচেয়ে ভাল হয় যদি আজকেই মোবাইল কোড লগইন ব্যবস্থা চালু করেন।উল্লেখ্য এই পাসওয়ার্ড এসএমএস হিসেবে আসলেও এতে কোন টাকা কাটেঁ না।
ধন্যবাদ সবাইকে। (এত বড় পোস্ট আমি নিজেও পড়তাম কিনা সন্দেহ
পুরো পোস্ট পড়ার সময় না পেলে ফেবুর সিকিউরিটির জন্য অন্তত আজই নিচের ইমেজে দেয়া কাজ অনুসরন করুন সেইফ থাকুন:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


