পল্টন ময়দানে ছিল আজ জাতীয় পার্টির মহা সমাবেশ। সকাল থেকে চলছে ময়দান গরম করা ভাষন। পল্লী বন্ধু, পল্লী বন্ধু বলে চামচাদের চামচামী। চিৎকার আর চেচামেচি শুনে সারা সকাল কানে তালা মারার দশা। সময় গড়িয়ে দুপুর হয়ে এল, বাইতুল মোকাররমে যুহরের আযান দিল। রিক্সা করে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। প্রচন্ড জ্যাম তাই রিক্সায় বসে দেখতে পেলাম নামাজের জামা'আত শুরু হয়ে গেল। ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই মসজিদে ঢুকছে হন্তদন্ত হয়ে। মাইকে চলছে কান ফাটানো বিরতিহীন ভাওয়াইয়া গান!!!!
কারো যেন ভ্রুক্ষেপ নাই। একদিকে নামাজ আরেকদিকে গান।
এমন দেশের নাগরিক আমরা। বড় বড় গাল গল্প শুধু স্টেজেই বলে থাকেন আমাদের বক্তারা, একজন বক্তাতো তার বক্তব্য শেষে বলেই ফেলল, "আমি আমার মূল্যবান বক্তব্য এখানেই শেষ করছি"
তার বক্তব্য যে মূল্যবান তাহা নিজেই বলে ফেললেন। এভাবে আমরা নিজেদের ঢোল নিজেরাই পিটিয়ে শান্তি পাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




