তেজগাঁও ভূমি রেজিষ্ট্রি অফিসে চলছে অঘোষিত ঘুষ বাণিজ্য। বৈধ - অবৈধ সকল ধরনের কাজ এখানে হয় টাকার বিনিময়ে। বৈধ হলে নানান ফাঁক ফোকর বের করে দাবী করা হয় বিপুল টাকা আর অবৈধ হলেতো আর কথা নাই। হাই ডিমান্ড করে বসে থাকে। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এখানে আসার জন্য এক একজন কর্মকর্তা ১৫ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে পোষ্টিং নেন। তাদের উদ্দেশ্য জিন্দেগী বানানো, তাদের স্বভাব চরিত্র এমনই যে ঘুষ খেতে তারা গর্ব অনুভব করে কারন তাদের কাছে কৈফিয়াত স্বরূপ আছে একটা ডায়লগ "এখানে আসতে আমাকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে" তার মানে সে ঘুষ খেয়ে সেই টাকা রিকোভারি করবে এটাই স্বাভাবিক। আমার প্রশ্ন কেন তুমি ঘুষ দিয়ে এখানে এলে? কারন তুমি ভাল করে জানো এখানে এলে প্রচুর টাকার মালিক হওয়া যায়। তুমার নিয়ত হচ্ছে অবৈধ পয়সার মালিক হয়ে ঠ্যাং এর পর ঠ্যাং তুলে খাওয়া।
ছোট্ট একটা কাজের জন্য সেখানে গিয়েছিলাম, ধারনা ছিল ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আমার যে আমাকে ব্লাক মেইল করে ৩০ হাজার টাকা আদায় করে নিল। প্রথমে সমস্যা ক্রিয়েট করে কাকতালিয় কায়দায় আপনার কাছে এর সমাধান বর্ণনা করা এবং তার বিনিময়ে চড়া অংকের টাকা আদায় করা ওদের নিত্য নৈমিত্তিক ব্যপার। আমাদের দেশে দুর্নীতি দমন ব্যুরো আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে আদালতের হাজির করার জন্য। বিষয়টা দাড়িয়েছে এমন যে ভূত তাড়াতে শস্য দরকার আর যদি শস্যর মধ্যে ভূত থাকে তাহলে কি ভবে। এমন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত হওয়ার দরকার।
এ ধরনের ঘুষখোর খুঁজে বের করা প্রশাসনের জন্য খুবই সহজ কাজ। সিভিল ড্রেসে যে কোন ডিবি অফিসার যে কোন সরকারী অফিসে গেলে অতি সহজে এসব বদ লোকদের হাতে নাতে পাকড়াও করতে পারে, দরকার শুধু সদইচ্ছা। আমরা কি পারব দেশ থেকে এসকল আগাছা সাফ করতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




