যারা অবিবাহিত মেয়ে বিবাহের জন্য পাত্র খুঁজতেছেন তাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে আজকের লেখা।
মনে করেন ঘটক একটা টাই স্যুট পরিহিত ছেলের ছবি ধরিয়ে দিল দেখতে নায়কের মতো আপনিকি সংগে সংগে রাজি হয়ে যাবেন?
আবার এমনও হতে পারে ছেলেটার সাথে আপনি ড্রইং রুমে ময়মুরব্বির সামনে কথা বললেন, দেখলেন, জানলেন একে অপরকে তাহলেও কি সব ঠিক?
ছেলেটা বুদ্ধিমান না কি ভোদাই তা একবার যাচাই করবেন না? টাই স্যুট পরিহিত হলেই কি বুদ্ধিমান হওয়া যায়? অথবা নায়কের মতো চেহারা?
খুব সংক্ষেপে ছোট্ট একটা টেষ্ট করার চেষ্টা করেন যদি ভালো করে যাচাই করতে চান।
১) ছেলেটাকে ঘুমানো অবস্থায় দেখার চেষ্টা করুন। যদি দেখেন গাল হা করে ঘুমাচ্ছে তাহলে ধরে নিবেন নিঃসন্দেহে ছেলেটা দেখতে যা-ই হোক মূলে নাম্বার ওয়ান ভোদাই।
২) ছেলেটাকে টিভি দেখতে বসান এবং কোন হাসির দৃশ্য দেখান। যদি গাল হা করে টিভি দেখে নিঃসন্দেহে সে বলদ। অবশ্য মেয়েদের বেলায়ও তদ্রুপ।
এই ছোট্ট দুইটা এসিড টেষ্ট বদলে দিতে পারে আপনার জীবন। অহেতুক কোন বলদ ছলদের ঘর করার থেকে অবিবাহিত থাকা অনেক ভাল।
যে সব পুরুষকে ঘুমালেও স্মার্ট দেখায় তারা প্রকৃত পক্ষেই স্মার্ট। কারন ঘুমালে কেউ তার মুখোশ বদলাতে পারে না। এটা আমার দীর্ঘ দিনের গবেষনার ফল। অসংখ্য ভোদাই লোকদের নিয়ে গবেষনা করে দেখেছি তারা ঘুমের মধ্যে গাল হা করে থাকে।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




