টিভিতে আজকাল স্যানিটারী ন্যাপকিনের বিজ্ঞাপন অহরহ। তার মধ্যে হুইসপারে শীর্ষ স্থান দখল করে আছে। বর্তমানে সর্বাধিক প্রচারিত বিজ্ঞাপনে বিশেষ সময়ে মেয়েদের সটান হয়ে শুয়ে থাকার দৃশ্য দেখে আমার ছেলে বার বার জিজ্ঞেসা করছে "মা এটা কিসের এ্যাড? তুমিতো ভাইয়াকে পেম্পাস পরও যেন ও পিসু করে কাপড় ভিজাতে না পারে কিন্তু বড়রা পরে কেন?" আমি হতভম্ভ; উত্তরে বলাম মেয়েরাও পরে যেন রাতে ঘুমের ঘরে পিসু না হয় তার জন্য।
ছেলে সন্তুষ্ট নয় জবাবে, তাই ঘুরে ফিরে বাবাকেও একই প্রশ্ন; আব্বু বল বড়র কি বিছানায় পেষাব করে? আম্মু মিথ্যা বলছেনা, বল? হ্যা বাবা করে, অনেকের বিছানায় পেষাব করার অসুখ আছেতো তাই। বাবা উত্তরে ছেলে মনে হয় যুক্তি খুজে পায়।
আমি যখন ছোট ছিলাম এমন অবান্ত প্রশ্ন বড়দের অনেকবার করতাম। বড়রা মুখটিপে হাসত; সত্য কথা কখনোই বলতো না। তাহলে কি আমাদেরও তাই করতে হবে? বাচ্চাদের কাছে মিথ্যা বলা ঠিক না এতে করে বাচ্চাও মিথ্যা শিখে, কিন্তু এ ক্ষেত্রে কি করার আছে?
আমার মনে হয় এসব এ্যাড রাত ১১টার পরে ছাড়া উচিত। আপনারা কি বলেন.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




