আমি তোমার মাঝে ঝিরঝিরিয়ে বইতে চেয়েছি
যখন হাসনাহেনার গন্ধে রঙিন আলোর পরিণয
তখন বৃষ্টি ভেজা অসম্ভব এক পাতার বিরহে
ভরা যৌবনও সাগরের তীরে সান্ধ্য গেয়েছি
যেমন সামান্য এক শীর্ণতনু মদির সমীরণ
আমার যৌবন-চঞ্চল ঠোঁটের বাক্য রাশি রাশি
কেমন হালকা চালে ছুঁইয়ে দিলে তোমার ও দেহে
আমি এমন করেই এই শরীরের চেয়েছি মরণ
তুমি কে! তোমার এই রঙের দোলে নাচতে চেয়েছি
প্রায়ই লাস্যময় আর তরঙ্গিত কেমন ছায়ায়, সুরে
অতর্কিতে ছন্দ-শাসন ভেঙেছে যে
সেই নৃত্যরত চরণে বন্দনা গেয়েছি
কথা, সুর, কণ্ঠ: অরূপ রাহী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



