আমার আমিত্বকে হারিয়ে ফেলেছি সে-ই কখন
কখনো ভাবিনি, এমনকি ভাবারও হয়ত সুযোগ ছিলনা
তিলে তিলে হারিয়ে ফেলতে ফেলতে...
হঠাৎ একটু আধটু হুঁশ আসল
তাও ঠিক বুঝতে পারলামনা পুরোপুরি ।
নিজেকে কি তাহলে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছি?
গা ভাসিয়ে দিয়েছি সেই অন্ধকার স্রোতে?
নাহ ! না। তা হতে পারে না
আমি এখন খুঁজি নিজেকে
বুঝতে পারি তিল তিল করে গা ভাসানো
সেই অজানা অধ্যায় ।।
ওরাতো আমার সেই পূর্বপুরুষদেরও নিজেদের মত বাড়তে দেয়নি
তারা ওতো হারিয়েছিল নিজেদের
এই, তাদেরতো কেউ কেউ দ্রোহের মূর্তপ্রতীক ছিল, আসলেই?
তাহলে আমরা কেন শুরু করছিনা?
হ্যাঁ করব, আরে করতে তো একটু সময় লাগবেই।
ধীরে ধীরে শুরু হচ্ছে আমিত্বকে ফিরে পাওয়ার সংগ্রাম
সর্বত্র,
কিন্তু এই ঢেউটা কেন পুরো ধাক্কা দিচ্ছেনা
আমার এই বিশাল এই অন্তররাজ্যে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


