তুমি হারবে। এ তো স্বাভাবিক। কিন্তু তাতেই কি জীবন থেমে যাবে?
জীবনে শুধু জয়-পরাজয় নয়, মাঝখানে আছে বেঁচে থাকার গল্প। ৩ Idiots বলে, **"তুমিও জিতবে।"**
Chhichhore বলে, **"তুমি হারবে, তারপরও বাঁচবে।"**
কিন্তু এই সমাজ? তারা শুধু শেখায়, "জিততেই হবে।" আর যদি হেরে যাও? যদি রেজাল্ট খারাপ হয়? চাকরি না মেলে? সম্পর্ক ভেঙে যায়? তখন কী হবে? তখন তুমি অকেজো, অপদার্থ, সমাজের বোঝা!
শরৎচন্দ্রের বিধবা নারী যদি জীবনের কাছে একটু আশ্রয় চাইতে পারে, তবে আজকের হতাশ যুবকেরও তো কিছু চাইবার অধিকার আছে! কেউ কি কখনো তাদের বলে, **"হারলেও কিছু যায় আসে না, এই পৃথিবীতে তোমারও একটু জায়গা আছে"?**
হেলাল হাফিজের কথাই ধরা যাক—
*"কেউ বলেনি,
ক্লান্ত পথিক,
দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও..."*
এই ‘কেউ’ যে নেই, সে তো চিরদিনের কথা। ঠিক যেমন রমা, কিরণময়ী, কুসুম—তাদের কেউ ছিল না, তেমনি আজকের এই ছেলেটারও কেউ নেই। সে ক্লান্ত, সে হেরে গেছে, কিন্তু তাকে কেউ বলে না, "বোস, একটু জিরিয়ে নাও।"
এই সমাজ কেবল বিজয়ীর কাঁধে ফুলের মালা পরায়। পরাজিতের কাঁধে রাখে গ্লানি। অথচ জীবন শুধু জয়গাথার জন্য নয়। জীবন বেঁচে থাকার জন্য।
তাই, মা-বাবা, অভিভাবক, শিক্ষক—আপনারা শুধু সফলতার গল্প শোনাবেন না। হেরে যাওয়ার গল্পও বলুন। কারণ, সবাই জিততে আসে না। কিন্তু সবাই বাঁচতে চায়।
এই পৃথিবীতে শুধু বিজয়ীর হাসির অধিকার নেই, পরাজিতের কান্নারও একটু জায়গা থাকা উচিত!