দেখেছিলাম তোমায়
কড়া রোদ্দুরে...............
কথা দাও আমায় যাবে না ছেড়ে
দেখেছিলাম তোমায়
শ্রাবণের অঝোর ধারায়
সেই দেখাতে আমি আজ ও হারাই
দেখেছিলাম তোমায়
শরৎ এর নীল নীল আকাশের মাঝে
তাই তো তোমায় ভাবি রোজ সকাল সাঝে
দেখেছিলাম তোমায়
ঘন কুয়াশায়
তোমায় আপন করে পাব এ আশায়
দেখেছিলাম তোমায়
গোধুলি বেলায়
আমাকে দুরে ঠেলে দিওনা অবহেলায়
দেখেছিলাম তোমায়
বসন্তবেলায়
আমায় নিয়ে মেতেছ এ কোন খেলায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




