যখন সবকিছুই ছিল অস্তিত্বহীন
প্রথম সৃস্টি হলো প্রেমের পিদিম
মহাকালের উদ্ভব , মহাকাশের সম্প্রসারণ
যে যার মতো কি ভাবছে ?
যে যার মতো কি ছুটছে ?
নাকি অদৃশ্য নির্দেশে সদা স্থির, সদা গতিশীল ?
সংকোচন শুরু হয়ে গেছে
অদৃশ্য নির্দেশের অপেক্ষায় নক্ষত্রগুলো
সাগরগুলো আগুনের ঢেউয়ে,পাহাড়গুলো তুলোর মতো উড়ার
সময় ফুরিয়ে কি এসেছে ?
যে যার মতো কি ভাবছে ?
নাকি অদৃশ্য নির্দেশে সদা গতিশীল ?
একদিন ঘুম ভেঙ্গে দেখবে
তোমার গায়ের রং ফ্যাকাশে
দৃষ্টিগুলো স্তম্ভিত হবে অতিপ্রাকৃতিক দৃষ্টিগোচরে
তুমি কি, ভয় পাও না ?
স্রষ্টার সামনে তোমার জিজ্ঞাসা
তবে কি? তোমার সাড়া জীবন পুণ্যে ভরা ?
প্রকাশকাল: ৭, সেপ্টেম্বর, ২০২২।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




