তুমি নারী নও, তুমি মা, যে যতন করে আগলে রাখে তার সন্তানকে তার মাঝে, যেমন সেই পুরুষ টি যে পুরুষ নয়, একজন বাবা, যে আগলে রাখে তার সন্তান এর মা কে সেই সময়।
তুমি নারী নও, তুমি প্রেমিকা, ভালবাসার আধার,পরম নির্ভরতা তোমার প্রেমিকের, তেমনি পুরুষ তুমি নও , তুমি প্রেমিক, সেই প্রেমিকার।
তুমি নারী নও, তুমি বন্ধু শুধুই বন্ধু নারী পুরুষ সবার জন্য, যেমন পুরুষ শুধু বন্ধু তার বন্ধুদের জন্য।
তুমি নারী নও, তুমি বোন কারো, যেমন পুরুষ কারো ভাই।
তুমি নারী নও, তুমি পেশাজীবি, যেমন, পুরুষ তার পেশায় পেশাজিবী।
কাজ বা দায়িত্বের কোন লিঙ্গ ভেদ নেই, লিঙ্গ ভেদ আছে শুধু ডাকে আর শারিরিক গঠন কাঠামোতে। যার যার কর্ম বা দয়িত্বের বাইরে যখন কেউ তার নাম বা শারিরিক গঠন এর জন্য অতিরিক্ত কোন সুবিধা আদায় করতে চায়, তখন ই সমস্যা হয়। তখন ই অনেক কথা আসে। হেরাসমেন্ট বিষয়টা আসে
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




