তোমাকেই বলছি............
তুমি কেমন আছ???
একবার বূদ্ধদেব বসু 'র একটা বই পড়েছিলাম "তুমি কেমন আছ?"
অনেক বার পড়েছিলাম কিছুই বুঝি নাই
যেমন টা বুঝনাই তুমি আমাকে্,
কাল কে তোমার জন্মদিন ছিল
অনেক বেশি তোমাকে মনে পরেছে
কিন্তু জানতে পারি নাই "তুমি কেমন আছ"
আজকে তোমাকে সপ্নে দেখলাম
আবার মনটা খারাপ হয়ে গেল
তবু জানতে পারি নাই "তুমি কেমন আছ"
যখন মনে হয় অনেক ভুলে গিয়েছি তোমাকে
তখনি তোমাকে মনে পরে
ভাল আছ তো?
তুমি ভাল থেকো
আর আমাকে কখনো প্রস্ন করোনা
তুমি কেমন আছ??????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


