ব্রাজিলীয় ছন্দ, গোল, সাম্বা সবই ছিলো দ্রগবার আইভরিকোস্টের বিপক্ষে সকার সিটি স্টেডিয়ামে। তারপরও কোথায় যেনো অতৃপ্তি ব্রাজিল সমর্থকদের। কারণ একটাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠার আভাস দেয়া কাকার লাল কার্ড।
শেষ জয় নিয়ে মাঠ ছেড়েছে দুঙ্গা বাহিনী। এতে লুইস ফ্যাবিয়ানো করেছেন জোড়া গোল। এলানোর একটি। তিন গোলের দুটিতে বড় অবদান তারকা খেলোয়াড় কাকার। ফলে ৩-১ গোলের জয়ে আফ্রিকা বিশ্বকাপের নকআউট পর্বে স্থান করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ব্রাজিল-আইভরিকোস্টের খেলার শুরু থেকেই জমে উঠে গুরু-শিষ্যের লড়াই। গুরু গোরান এরিকসনের আইভরিকোস্ট শেষ হেরে যায় তারই এক সময়ের শিষ্য কার্লোস দুঙ্গার ব্রাজিলের কাছে।
খেলার প্রথম ১০ মিনিট এলোমেলো খেললেও ২৫ মিনিটে আইভরিকোস্ট শিবিরে প্রথম আঘাত হানেন সেনেগালরা। রবিনহোর কাছ থেকে বল পেয়ে তীব্র গতিতে আইভরিকোস্টের রক্ষণ ভাগে ঢুকে পড়েন কাকা। কাকার পাস থেকে মাত্র ৮ গজ দূর থেকে ডি বক্সের এক কোণ থেকে বল জালে জড়ান ফ্যাবিয়ানো। এরপর বেশ কয়েকবার ব্রাজিলীয় রক্ষণভাগ ভাঙতে চেষ্টা করেছেন দিদিয়ের দ্রগবারা।
খেলার ৩৯ মিনিটে আরুনা দিনদারের আচমকা শট ব্রাজিলিয়ান গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেলে সমতা আনার প্রথম সুযোগ নষ্ট হয় আইভরিয়ানদের। এ রকম বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা চালিয়েছেন আফ্রিকানরা। কিন্তু নিষ্ঠার সঙ্গে একাধিক আক্রমণ রুখে দিয়েছেন লুসিও ও তার সতীর্থরা। ফলে ১-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর খেলার ৫০ মিনিটে দুজন ডিফেন্ডার ও কিপারকে পরাস্ত করে ফের বল জালে পাঠান ফ্যাবিয়ানো। গোলটি নিয়ে বিতর্ক আছে। উড়ে আসা বল হেড করে থামাতে গিয়ে হ্যান্ডবল করেন তিনি। তবে চোখ এড়িয়ে যায় রেফারির। এরপর ৫৩ মিনিটে ডিন ডেইনের ক্রসে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার দিদিয়ে দ্রগবার হেড ফাঁকা পোস্টেও জড়াতে ব্যর্থ হয়।
এর কয়েক মিনিট পর কাকার দুর্দান্ত মাইনাসে এলানোর গোলে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে খেলার ৭৯ মিনিটে ইয়াইয়া তোরের ক্রসে মাথা ছুঁইয়ে ব্রাজিলের জালে বল পাঠিয়ে দেন দ্রগবা। বিশ্বকাপ আসরে ব্রাজিলের জালে আফ্রিকানদের এটাই প্রথম গোল।
খেলার ৮৮ মিনিটে প্রতিপক্ষের ইসমাইল টিয়োটেহকে আঘাত করায় একবার হলুদ কার্ড দেখানো কাকাকে লাল কার্ড দেখান ফ্রান্সের রেফারি স্টিফেন ল্যানয়। আর তাই জয় পেলেও অনেকটা মনোবেদনা নিয়েই মাঠ ছাড়ে দুঙ্গা বাহিনী।
আলোচিত ব্লগ
আমার কথা: দাদার কাছে—একজন বাবার কিছু প্রশ্ন

দাদা,
কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। দিন দিন আপনার ভাই–ব্রাদারের সংখ্যা বাড়ছে—ভালো তো থাকারই কথা।
আমি একজন খুবই সাধারণ নাগরিক। ছোটখাটো একটা চাকরি করি, আর নিজের ছেলে–মেয়ে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
ইন্টেরিম সরকারের শেষদিন : গঠিত হতে যাচ্ছে বিপ্লবী সরকার ?

ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তঃদেশীয় প্রকল্পটা সফল হতে অনেক দিন লেগে গিয়েছিল। বাংলাদেশে সে তুলনায় সংশ্লিষ্ট শক্তিসমূহের সফলতা স্বল্প সময়ে অনেক ভালো। এটা বিস্ময়কর ব্যাপার, ‘রাষ্ট্র’... ...বাকিটুকু পড়ুন
মব সন্ত্রাস, আগুন ও ব্লাসফেমি: হেরে যাচ্ছে বাংলাদেশ?

ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে। মধ্যযুগীয় এই ঘটনা এই বার্তা দেয় যে, জঙ্গিরা মবতন্ত্রের মাধ্যমে ব্লাসফেমি ও শরিয়া কার্যকর করে ফেলেছে। এখন তারই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।