আমার মনে হয় এই জগৎ সংসারে পবিত্র একটা সম্পর্ক হল স্বামী ও স্ত্রী, যেখানে সৃষ্টির বীজ লুকায়িত। এই সম্পর্ক এত পবিত্র ও দৃঢ় যে এক বার জোড়া লাগলে তা আর ভাংতে পারেনা। কিন্তু তাও দেখা যায় আজকাল বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেরেই চলেছে। আমার মনে হয় এই সম্পর্কগুলো ঠিক মত জোড়া লাগেনি তাই বাঁধন আলগা হয়ে যায়, জোড়া লাগলে তো ভাঙার প্রশ্ন। অনেক সময় প্রশ্ন ওঠে একজন পুরষের জীবনে কে বেশী আপন মা না বউ, আমি মনে করি দুটো সম্পর্ক একে অপরের সহায়ক। অনেকে বলে থাকেন বোউ মারা গেলে বৌ পাওয়া যাবে কিন্তু মা মারা গেলে মা পাওয়া যাবে না। আসলে এই পুরুষ তান্ত্রিক সমাজে, প্রায় আমাদের সকলের এটাই মনের কথা। কিন্তু আমরা ভুলে যাই বউটাও কারও মা হয়েছে বা হবে, আর মা ও হল কার ও বউ । অর্থাৎ এই যুক্তিটা খুবইছেদো যুক্তি ও আপেক্ষিকতার দোষে দুষ্ট। এব্যাপারে আমারএকটা খুব সহজ ও সরল যুক্তি আছে, আপনারাও নিশ্চয়ই এক মত হবেন। বিভিন্ন সম্পর্ক গুলোর মধ্যে মানুষ একমাত্র তার স্ত্রী বা পুরুষের সঙ্গেই উলঙ্গ বা পকৃতি গত অবস্থাতে মিলিত হতে পারে। একটা ব্যাপার লক্ষনীয় স্ত্রী পুরুষ যদি তারা নিজেদের মধ্যে সব ব্যাপারে পুরোপুরি উলঙ্গ হতে পারে তাহলে বিভেদ বা বিচ্ছেদের প্রশ্নই থাকবে না। জীবনের যে জায়গা গুলো তারা উলঙ্গ হতে পারেনা সেই জায়গা গুলতে ফোড়াহয়, পুঁজহয়, পচন ধরে যায়, তারপর কেটে বাদ দিতে হয়।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





