১৯৬৯ থেকে ১৯৭৩ পর্যন্ত ৬ টি সফল অভিযান শেষে, রাশিয়ান রকেটগুলো যখন "আসলেই চাঁদে কি হচ্ছে" দেখতে সক্ষম হল, তড়িঘড়ি করে কার্যক্রম গুটিয়ে নেয়
প্রায় ৪০ বছর আমেরিকা আর কাউকে চাঁদে পাঠাল না ! বিশ্বের আর কোন দেশও না ! যেখানে উপগ্রহ প্রেরণ, মহাকাশে অবস্হানের রেকর্ড, এভারেস্ট যাত্রা, সব কিছুতেই তুমুল প্রতিযোগিতা, সেখানে চাঁদে যাবার বিষয়ে কেমন যেন সবাই নিরব!
প্রথম উপগ্রহ পাঠায় রাশিয়া (স্পুটনিক), প্রথম প্রাণী রাশিয়া (লাইকা - কুকুর) প্রথম মানুষ রাশিয়া ( য়ুরী গ্যাগরিন), তখন মান সন্মান বাচানর জন্য একটা চমক দরকার ছিল। কেনেডী ৬০ এর কাছাকাছি সময়ে দাবী করে বসল এই দশকেই আমরা চাঁদে মানুষ পাঠাব! বাকি নাটক সাজিয়ে দেয় নাসা।
১০ বছর যুদ্ধ করে, লাখ সৈন্য মোতায়ন করে, ট্রিনিয়ন ডলার খরচ করে, নিজ দেশের অর্থনীনি ফুটো করে, লাখ লাখ লোক বেকার বানিয়ে, আফগানে অগনিত বেসামরিক লোক হত্যা করে, লাদেন ধরতে না পেরে একটা কিছু চমক দরকার হয়ে পরে।
[link|http://www.somewhereinblog.net/blog/ratulbd/29375705|Money spent
এমনও হতে পারে অনেক দিন থেকে প্রচারিত লাদেনের মৃত্যু সংবাদ সম্পর্কে নিশ্চিত হয় আমেরিকা। বাকি নাটক সজিয়ে দেয় নাট্যকারেরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জার্নালে প্রকাশিত প্রতিবেদনের ভাষ্যমতে ১৫ বছরে বিন লাদেনের পেছনে আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ ৩০ হাজার কোটি ডলার। সেই হিসেবে লাদেনকে বলা যায় বিশ্বের সবচে ব্যয়বহুল সন্ত্রাসী। তার পেছনে খরচের বহরই বলে দেয় মার্কিনিরা কতটা বেপরোয়া ও খরুচে হয়ে উঠতে পারে।
মার্কিন কংগ্রেসের একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ক্ষতি হয়েছিল ৪৪ হাজার কোটি ডলার। আর গত ১৫ বছরে শুধু ওসামা বিন লাদেনের কারণেই গুনতে হল ৩০ হাজার কোটি ডলার, প্রায় ২১ লক্ষ কোটি টাকা। বিপুল পরিমাণ টাকা খরচ হলেও তা আমেরিকার জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছে খুব কমই।
দেখুন :
Click This Link
২০০৪ এ ইরাক যুদ্ধের আগেও বিরাট বিরাট রিপোর্টে দেখা যায় গনবিদ্ধংশী অস্ত্র রয়েছে ইরাকে, এরপর ... আবারও নাটক! নাটকের
স্ক্রীপ্ট আর পরিচালনা এত বাজে যে কিছু গনবিদ্ধংশী অস্ত্র এনে সাজিয়েও রাখলনা, বাংলার গর্ব পুলিশ বাহিনীর মত।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



