সামু ব্লগে নতুন আমি বন্ধু হবার আশায়
লিখতে গিয়ে দেখতে পেলাম অনেকে শুধু হাসায়।
লিখার মত লিখতে হলে অনেক আছে জানার
উদার হব শিখব অনেক ইচ্ছে আছে মানার।
খুদে আমি কিশোর বেলায় সময় চলে যায়
শিখতে গিয়ে আলসেমিতে সময় না ফুরায়।
সময়ের দাম দেয়ার মত বয়স হয়তো নেই
এমন সময় আসবে যখন হারিয়ে ফেলব খেই।
সেই আশাতে সামুর সাথে থাকব আমি সই
আমার সাথে সাথী হবেন সেই আশাতে রই।
খুদে বলে কোন বন্ধু করবে না যে হেলা
সবার সাথে লিখতে পড়তে কেটে যাবে বেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




