দীর্ঘ তের দিন(যদিও আমার কাছে তের বছর মনে হয়েছে) বাধভাগ্ঙার আওয়াজের মেম্বার হলাম। পোস্ট দিয়েছি ৩ খানা আর হিট ১১৫বার। মন্তব্য এর কথা আর না হয় নাই বল্লাম। আর পোস্ট গুলোর হিট ৪, ৭ আর ১১।
সবে যখন ব্লগে ঘোরা ঘুরি শরু করি, কোন কোন পোস্টে হাজারের উপরে হিট দেখে স্বপ্ন দেখতাম - একদিন আমিও? না আমার কিছুই হয়নি। তিন খানা পোস্টে ১০৫ হিট।
আজও আমি প্রথম কিংবা সংকলিত পাতায় স্থান পাওয়ার অযোগ্য। কোন পোস্ট দেওয়ার পর আমি খুজি আমার সন্তানকে। না তাকে কোথাও দেখতে পাইনা। না প্রথম পাতায় না সংকলিত পাতায়। ফিরে আসি বাসভুমে। খুজে পাই আমার হারানো মানিককে। না কোন হতভাগা আমার পোস্ট পড়েননি কিংবা মন্তব্য করেননি।
আফসুস হয়, নিজেরে ----------মনে হয়। নিজের গাল চাপড়াতে ইচ্ছে করে। আমার পোস্ট যদি কেউ নাই দেখে তবে আর পোস্ট করা কেন?
আমি জানিনা কবে আমি প্রথম পাতায় জায়গা পাব। কবে পাব অন্যের পোস্টে আমার মতামত দেওয়ার অধিকার। আমি জানি না কোন দিন আমার সেই সুযোগ হবে কিনা। তার পরও মনকে স্বান্তনা দেই -দেখিস একদিন আমিও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





