প্রেসিডেন্ট বুশ যখন জঙ্গী দমনের নামে ইসলামের বিরুদ্ধে ক্রসেডে নেমেছিল সেই সময়ে তার একটা ভাষনের কথা আজ মনে পড়ে গেল। বুশ বলেছিলঃ "হয় তুমি আমার দলে না হলে সন্ত্রাসীর দলে" আমরা যারা ইসলামের নামে সন্ত্রাসী পছন্দ করতাম না বা করিনা তারা কিন্তু বুশের একথা মেনে নিতে পারিনি।
তেমনি পারিনি সন্যাসীর এই কথাটা মেনে নিতেঃ
১৯৭১ এ যারা স্বাধীনতাবিরোধী অবস্থান নিয়েছিল তাদের মধ্যে ভারী দলটা যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সবধরণের সহায়তা করেছিল তাদের প্রধান পরিচয় তারা এদেশের ইসলামের ধারক-বাহক ও প্রচারক।
সন্যাসীঃ
জামাতী কিংবা পাকি শুয়াররা কোন কালে ইসলামের ধারক-বাহক ও প্রচারক ছিল না। তারা সব-সময় ইসলামের নাম ব্যবহার করেছে ব্যক্তি/দলীয় স্বার্থে যেমনটা এখনও করে থাকে। কথাটা দ্বারা তৎকালিন সময়ে যারা ধর্ম অনুসরণ করতো তাদের সবাইকে আপনি এক পাল্লায় তুলে দিলেন। জনাব আপনার অবগতির জন্য জানাচ্ছি...... আমার নানা হাজি ছিলেন এবং ধর্ম পালনে তার কোন কমতি ছিলনা কিন্তু ৭১'র যুদ্ধে তিনি পাকিদের পক্ষ নেননি বরং মুক্তি যোদ্ধা ছিলেন। আপনি বুদ্ধিজীবি হত্যাকান্ডকে পুঁজি করে ইসলাম বিদ্বেষের কাজে ব্যবহার করছেন। তাহলে, ধর্মকে পুঁজি করে রাজাকার-পান্জাবীদের কাজ আর বুদ্ধিজীবি হত্যাকান্ডকে পুঁজি করে ইসলাম বিদ্বেষী উস্কানি দেয়া তো একই মুদ্রার এপিঠ ওপিঠ...
সন্যাসিঃ আপনি সব চেয়ে মারাত্বক যে কথাটা বলেছেন সেটা হলোঃ
বাউলদের মুক্তবুদ্ধি চর্চাকে ইসলাম তথা ধর্ম ভয় পায়। যেন বাউলদের ভাস্কর্য ভাঙলেই ওঁরা বোবা হয়ে যাবে। ওঁদের সাহিত্য, ওঁদের গান মানুষের মন থেকে বিলুপ্ত হয়ে যাবে। হুমায়ুন আজাদকে মেরে ফেলতে পারলেই যেন তাঁর সকল সাহিত্যকর্ম বিলুপ্ত হয়ে যাবে। একাত্তরে বুদ্ধিজীবিদের হত্যা করে যেমন ওরা বাঙালী জাতিকে মেধাহীন করেছিল, তেমনি এখনো এই শুয়োরগুলোকে এতটুকু সুযোগ দিলে শুয়োরগুলো নিশ্চিহ্ন করে দিবে বাঙালি জাতির সকল প্রগতিশীলদের।
আপনি এখানে এসে যারা ইসলামের অনুসারি বা ধর্ম পালনের চেষ্টা করে তাদের সরাসরি মুক্তি যুদ্ধের বিপক্ষ তথা বুদ্ধিজীবি হত্যার দায়ে দায়ি করলেন। শুধু সেটাই না তাদের শুয়ার বলে রায়ও দিলেন। আমি ধর্ম পালন করি না। ধর্মের নামে কেউ কিছু বললেও আমার কিছু যায় আসেনা। কিন্তু কেউ যখন ধর্ম অনুসরণকারিদের "শুয়ার" বলে তখন নিজেকে "শুয়োরের বাচ্চা" মনে হয় কারন আমার বাবা/মা ধর্মের অনুসারি, সেটা আমার গায়েও লাগে.......
আপনি অত্যন্ত চাতুর্যের সাথে; আমাদের একটা জাতীয় ইতিহাসের সাথে আপনার ব্যক্তিগত ধর্মবিরোধিতার খিচুড়ি পরিবেশন করলেন।
পোস্টের নিচে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন......... কিন্তু পাছায় বাশ দিয়ে মাথায় পানি ঢাললে ব্যাথা কমে না।
সন্যাসীঃ
আমি জানিনা আপনি ছাগু কিনা। তবে মুক্তি যুদ্ধের পক্ষের কেউ না, এটা আমি নিশ্চিৎ কারন আপনার পোস্ট দিয়ে কারো লাভ না হলেও ছাগু সম্প্রদায় সুবিধা জনক অবস্থানে আছে এটা নিশ্চিত। কারন ধর্মে বিশ্বাসী সবাইকে আপনি ছাগুদের দলে ঠেলে দিলেন। এটা দেখে গোঃ আজম আর তাদের অনুসারীদের অট্টহাসির শব্দ আমার কানে বাজছে।
আপনি নাস্তিক কিনা আমি জানিনা। তবে কোন নাস্তিকের মুখে এরকম কথা আমি আজ পর্যন্ত শুনি নাই। যদি ধরে নি আপনি নাস্তিক তাহলে আপনি রামছাগল দেখে সব নাস্তিককে আমি রামছাগল বলবো না যেটা আপনি বলেছেন।
মাননীয় মডারেটরঃ
আমাদের মহান স্বাধীনতার প্রক্কালে ঘটে যাওয়া বুদ্ধিজীবিদের হত্যা কান্ড একটি স্পর্শকাতর ইস্যু। ধর্ম বর্ন মত নির্বিশেষে (ছাগু ও উহার বাপদাদা বাদে) সবাই জঘন্য হত্যা কান্ডের বিচার চাই। এরকম একটা স্পর্শ কাতর ইস্যু নিয়ে লেখা পোস্টে ধর্ম টেনে এনে একে গালা-গালি বা ধর্ম পালন কারি সবাইকে মুক্তি যুদ্ধের প্রতিপক্ষ হিসাবে দাড়কো একটা পোস্ট স্টিকি করা আমার মনে হয় বোকমি হয়েছে। আপনার/আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ পোস্টির ধর্ম নিয়ে লেখা অংশ গুলো এডিট করুন এবং মন্তব্য +/- গুলো মুছে দিন......... পোস্টটা নতুন করে আসুক আমরা সবাই পোস্টাতে পিলাচ দেই।
যদি একান্তই এডিটিং সম্ভব না হয় এটি সরিয়ে এরকম অন্য কোন পোস্টকে স্টিকি করেন...... দোহায় লাগে........সম্মানিত ব্যক্তিদের লাশের উপর অট্রহাসি বন্ধ হোক।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





