ব্যর্থ রাতের মৃত্যু গুলো আমি উপভোগ করি ।
কাকেদের মায়াকান্না ছাপিয়ে
বাতাসের নিঃশব্দ আর্তনাদ,
দোতলার ফ্ল্যাটের বারান্দায় তরুণীর সাদাশাড়ি আলগোছে উড়ছে-
ল্যাম্পপো্স্টে আটকে থাকা নীল ঘুড়িটা ছটফট করে বন্দীত্বের ক্লান্তিতে
ফুটপাথে শুয়ে থাকা সদ্য-ঘুম-ভাঙ্গা বৃদ্ধ ভিকারী খিস্তি ছুঁড়ে দেয় মৃত ঈশ্বরের উদ্দেশ্যে
দু' একটা ন্যাড়ী কুকুর বেরিয়ে পড়ে প্রাতঃরাশের সন্ধানে,
আর্বজনার গাড়ি গুলো শেষ চালান নিয়ে যখন ছুটে যায় তীব্র বেগে
ক্ষুধার্ত কাকের দৃষ্টি তখন কাতর হয়ে তার পিছু নেয়
হঠাৎ তীব্র বেগে ব্যস্ত হকার আসে
চব্বিশ পৃষ্ঠার দুর্ঘটনা আর হতাশার খবর নিয়ে
ছুঁড়ে দেয় আভিশাপ দরজায় ।
শূন্য ডাস্টবিনে কুকুরগুলো একটা হাড্ডি নিয়ে যুদ্ধ বাঁধায়,
কাকেরাও মুখর তখন
পথশিশু কান্নার ছলে এগিয়ে যায় ডাস্টবিনের দিকে-
আর......দোতলার ফ্ল্যাটর তরুণী তখনো পরম নিদ্রায়,
আমি নির্ঘুম,
ঈশ্বর নিশ্চুপ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




