তব পথ চলা কি হয়েছে শেষ?
পথিক! মায়াবী আলোয় আজ জড়ানো পরিবেশ।
সময় কি হবে কভু দাঁড়াবার?
চোখ জুড়ে এই অপরূপ ছবি দেখবার;
এনেছ কি লোটা, এ জ্যোৎস্না ধরবার?
আজ এই নিস্তব্ধ পরিবেশে ডাকিতেছে পাখি
কী জানি কিসের প্রেমে- ভরিয়া উঠিল আঁখি।
ঐ পাখি আর ডাকবে কি? ধূসর অরণ্যে
এ শ্যামলতা থাকবে কি? এই ভুবনে;
ছন্দ কি ভাসবে আর, এই পবনে?
মন আজ উদাসীন, নেমেছি পথে, নিশীথের সন্ধানে;
মন আর ভরবে কি? এই আলোক সমুদ্র মন্থনে।
শুভ্র ঘাস ফুল, এই আলোয় আবছা তার ছবি।
আকাশে মেঘ থাকলেও এর কথা লিখবে কি কবি?
গ্রহণ লাগলে চাঁদকে আর ভালবাসবে কি রবি?
ঝোঁপের পাতায় পাতায় আজ জোনাকির মেলা,
পাতার এ ছন্দ থেমে গেলে জমবে কি খেলা?
আজি এ আকাশ প্রদীপ জ্বলিছে অন্ধ কুঠিরে
কোমল বাতাস শিহরন আনিছে জমাট বুধিরে;
এ বাতাস থেমে গেলে, ভাসবে কি মিহি ধূলার ভেলা?
প্রদীপ নিভে গেলে, থামবে কি আমার এ পথ চলা?
এত কালের এই জ্যোৎস্না রাত চিরদিন অক্ষয় কি রবে?
শাশ্বত প্রকৃতি কি সাড়া দেবে, আজিকার মত- মৌন অনুভবে?
আজকের মায়াবী এই রাত্রি! প্রকৃতি জানায় সাদর সম্ভাষণ;
কালকেও কি উঠবে চাঁদ, করা কি হবে আর এই জ্যোৎস্নাবগাহন?
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




