তিন প্রকার সন্তান ও তাদের বাস্তব অবস্থান
সন্তান উৎপাদনের তিন রকম পদ্ধতি আছে **
অনেক জানার পর আমি এটা বুঝেছি
এক জন বলল-
আমার যৌন উত্তেজনা প্রশমনের নিমিত্তে আমি এক নারীর নিকট গমন করলাম
আর সে কয়েকমাস এবং কিছু দিন পর এক সন্তান প্রসব করল
আবার অন্য জন বলল-
আমার বার্ধ্যক্যের দূর্দশার কথা চিন্তা করে আমি আমার স্ত্রীর উপর আরোহন করলাম
সে কয়েকমাস এবং কিছু দিন পর এক সন্তান প্রসব করল
অন্য আরেক জন বলল-
আমি একটা মেয়েকে ভালবাসতাম
কিন্তু মানুষ মৃত্যুর অধীন
আমরা চাইলাম আমাদের প্রেমকে অমর করে রাখতে
আর তাই আমরা মিলিত হলাম
সে কয়েকমাস এবং কিছু দিন পর আমাদের সন্তান প্রসব করল
এই তিন প্রকার সন্তানদের মধ্যে কে বেশি ভাগ্যবাণ ?
** বিঃ দ্রঃ সন্তান উৎপাদনের বাহ্যিক কাজ একটা(যৌন মিলন) হলেও এর পিছনে মূলত তিন রকম উদ্দ্যেশ্য থাকে।
কবিতাটি রবার্ট ডারঊইনের “দু’টি মৃত্যু” কবিতার ছাঁচে লিখা।
মূল কবিতাটির অনুবাদঃ
“মৃত্যু হবার দুই রকম পদ্ধতি আছে
গুটি কয়েক লোক বলিভিয়ায় বিপ্লব করতে গিয়ে নিহত হল
আবার গণতান্ত্রীক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে,
চিলিতে হাজার হাজার নিরস্ত্র লোক নিহত হল
মৃতদের কাছে গিয়ে যদি জানতে চাওয়া হত
কোন প্রকার মৃত্যু বেশি ভাল ছিল?
তবে তারা কী উত্তর দিত?”
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১০ ভোর ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




