কেন নিশ্চুপ সবাই
আজো উত্তপ্ত রাশিয়ার বুক থেকে কোনো প্রতিবাদ আসেনি
কোনো প্রতিবাদীর সাহসী বুক আজ রক্তে ভাসেনি
এখন কেউ আর কোন বলশেভিকের হুংকার শুনেনি
শামিত্মর বুকে পদাঘাত করে সাম্রাজ্যবাদী ধনতন্ত্রী
তবুও কেউ বলেনি এদের ‘‘ষঢ়যন্ত্রী!’’
সোভিয়েত ইউনিয়নের সমাধিতে আজ মার্কিন monument
ব্যর্থ হয়ে যাচ্ছে সব anti capitalism movement
পুঁজিবাদের বিরম্নদ্ধে কেউ নিচ্ছে না action
তৈরি হচ্ছে সব গুপ্ত communist faction
তবু সত্যিকারের প্রতিবাদ করতে যেয়ে সাম্রাজ্যবাদীদের হাতে
কোটি কোটি নিরীহ মানুষ আর সাম্যবাদী বিপস্নবী হচ্ছে জবাই
তবুও সাম্যের কথা বলে আজ কেন নিশ্চুপ সবাই ?
১৩/০৬/২০০৩
উৎসর্গ-
পৃথিবীর বুকে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং অক্টবর বিপস্নবের মহা-নায়ক, মেহনতি মানুষের ত্রাণকর্তা-
Vladimir Ilyich Ulyanov Lenin.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




