রক্ত আর ঘামের সাতকাহণ
আমি লক্ষ শোষকের কারাগার ভেঙে
আবার আসব মানুষের ভিড়ে।
গোটা বিশ্ব যদি এগিয়ে আসে
আমি পরোয়া করি না
শোষকের ছিন্ন মস্তকে এঁকে দেবো পদচিহ্ন
পুঁজিপতিদের রক্তে হবে দ্বীপ্ত জয়োল্লাস।
ভালবাসা, প্রেম, মনবতা নয়
অস্ত্র, খুন, লোহিত হুঙ্কার
আর সাম্যবাদের পতাকাবাহী বিপ্লবীদের দরকার
সাবধান! বিশ্বের সব পুঁজিবাদী সরকার
প্রয়োজনে দেব আত্মাহুতি
তবুও থামাবো না সর্বহারার মাতম
লোহিত বিপ্লব স্বাগতম!
বলশেভিকদের হুঙ্কারে বিশ্ব জাগবে পুনর্বার
জেনে রাখো- আমরা দূর্বার
বুর্জোয়া তো বটেই আগে শেষ কর পেটি- বুর্জোয়াদের
নাই কোনো ভয়
আমরা জানি নিশ্চয়
জয় হবেই আমাদের
এত কাল যারা করেছে বিশ্ব শাসন
তদের সহ ধূলায় মিশবে সব গণতান্ত্রিক প্রশাসন
হে উপমহাদেশের দিবাকর!
হে মহান আন্দোলন, রক্তিম নকশালবাড়ি।
জেগে ওঠ পুনর্বার
আঘাত যদি আসে ফারদার
পুঁজিপতি শোষক আর সাম্রাজ্যবাদী ধনতন্ত্রীদের রক্তগঙ্গায় করবো অবগাহণ
লেখা হবে নিশ্চয়ই- এই বিশ্ব পটে রক্ত আর ঘামের সাতকাহণ।
০৭/০৩/২০০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




