তুমি চন্ডাল, তুমি সাওতাল, তুমি বুনো বাগদী, তুমি রাস্তার মেয়ে, তুমি পতিতা ?
তাহলে কে ব্রাহ্মণ, কে সাঈয়াদ, কে সমাজপতি আর পতিত তাহলে কারা ?
কে কুলীন আর কে সাধু তা চিনি নে তবে জানি- যুগে যুগে শোষিত যে নাম তারাই সর্বহারা।
পড়ে পড়ে মার খাস কেনো ওরে ও বাঁধনহারা
ধর্ম মেরেছে, মেরেছে প্রশাসন কারন তুই যে সর্বহারা।
এসেছে কোকাকোলা, হরলিক্স আরও কত যে কী!
কিনবিই তুই আর প্রশ্চীমারা করবেই শোষণ
জানবি না তুই এসবই চালাকি- এটাই নয়া উপনিবেশণ
ধুকে ধুকে মরবি, নব্য সাম্রাজ্যবাদীদের কৌশলে- এমনই ওদের ধারা
জেগে ওঠ! ছিঁড়ে ফেল শেকল, এক হ’ সর্বহারা।
আমি মশাল জ্বলেছি, পতাকা তুলেছি যুদ্ধের, তৈরি আমার বন্ধুরা
আমি উপাসক সত্যের, আমার কৃষ্ণ, আমার যিশু, আমার কাবা- সবই সর্বহারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




