তুমি এক অদ্ভুত ছেড়া তান হয়ে
অবসন্ন চৈতন্যের মোহনায় লেপ্টে থাকো
তোমার চোখে দৃষ্টি ক্ষয় করে আমি হতভম্ব হই
আমি ইতস্তত হই, নিবৃত্ত হই
কারন ভুল সময়ে আমার জন্ম
তোমার নির্লিপ্ততা সব ভেদ করে ছুঁয়ে ফেলে আমায়
বিভ্রমের ঘোর গন্ধ যখন তীব্র হয়ে ওঠে
তখন বাস্তব আর তত্ত্বসত্যের মাঝপথে অস্পষ্ট রেখায় অসংশোধিত আমি দাড়িয়ে থাকি
কারন ভুল সময়ে আমার জন্ম
(পুরোপুরি মৌলিক নয়, কিছুটা ছায়া অবলম্বনে)
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


