সামুতে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে সকল সহ ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ সূর্য ডোবার পর থেকেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই মাস সম্পর্কে তেমন কিছু বলার নাই, সবাই কম বেশি জানি এই মাসের ফজিলত এবং এইটাও ভাল করে জানি এই মাসটা অন্য ১১ মাস থেকে সম্পূর্ণ আলাদা। এটা সংযমের মাস, এটা আত্মশুদ্ধির মাস, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা জাহান্নাম থেকে মুক্তির মাস সর্বোপরি এটা শান্তির মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করতে আমরা সামুতে যা যা করবনা তা হল,
১। অশ্লীল ছবি বা লেখা পোস্ট করব না।
২। ধর্মীয় অনুভূতিতে সামান্য পরিমান আঘাত লাগে এমন লেখা লিখব না।
৩। পোষ্টে বা মন্তবে কোন খারাপ ভাষা বা গালাগাল ব্যবহার করব না।
৪। পরনিন্দা বা পরচর্চা মুলক কোন লেখা লিখব না।
৫। মিথ্যা বা ভিত্তিহীন কোন লেখা লিখব না।
সর্বোপরি এই মাসে সামুতে পবিত্রতা রক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




