2001 সালের নির্বাচনে সময় বিএনপির তত্ত্বাবধানের 'শাবাশ বাংলাদেশ' নামে একটি জঘন্য তথ্য প্রতিবেদন টিভিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও সামপ্রদায়িক উস্কানির মাধ্যমে ভোটের বাক্স ভারি করার উদ্যোগ নেয়া হয়েছিল। এবারও তেমনি নির্বাচনের আগে আরও বেশি সংগঠিত উপায়ে প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে।
মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেই বারবার হস্তক্ষেপ করেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর। কখনও মুক্তিযুদ্ধের তালিকা প্রণয়নের নামে, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করার মাধ্যমে, ইতিহাস থেকে বঙ্গবুর নাম মুছে ফেলার নানা কৌশলী পদক্ষেপ নিয়ে এমনকি জাতির জনকের নামফলক পাল্টে দেয়ার ঘৃণ্য কার্যক্রমের দ্বারা। যখনই ক্ষমতায় এসেছেন তখনই বেগম জিয়া তার পরিষদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আওয়ামী লীগ উচ্ছেদের নামে মুলত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উচ্ছেদের জন্য। বারবার তিনি টার্গেট করেছেন মুক্তিযুদ্ধে বঙ্গবুর জাতীয় আন্তর্জাতিক পর্যাযে স্বীকৃত অবদানের দিকে।
বাঙালির মহীরুহসম অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর তাতে কোন ক্ষতি হয়নি, তার বিশালত্ব মুছে যায়নি, বরং দিনে দিনে পরিষকারভাবে দেশ-বিদেশের মানুষের কাছে খালেদা জিয়াই চিহিত হয়েছেন দুনর্ীতিবাজদের হোতা, সব প্রতিক্রিয়াশীল, মৌলবাদী এমনকি ইসলামী জঙ্গিদের মুল নেত্রী হিসেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



