অসম্ভব শীতের জন্য
সোয়েটার পেরিয়ে গেছে তারা।
আমার ফর্সা শরীর
কাগজের মত স্টাপল করার সাফল্য।
প্রস্তুতি কম নেই- জেলী, ক্রীম, মোজা-
হঠাত ঝাপসা আলোয় এক
অপ্সরীর নতুন অবয়ব,
আগুনের ছোট্ট শিখায়
মিশে আছে সুখের অনুভবে
তাকে ভালবাসা দিতে চায় এ মন।
পথের পাশে জীবনের শিক্ষালয়ে
তার সাথে দুটো কথা বলবার ইচ্ছা
কিন্তু কে যেন পেছন থেকে টেনে ধরে
আমার হবু বধু , যে থাকে
সপ্তস্তর উপরে আলিসান বালা খানায়।
ক্যরিয়ার নাকি টাকা, কোনটাই বাকি নেই
শুধু এটুকু পথ পাড়ি দেবার
ক্ষমতাটা পাইনি খুজেঁ
তাই ফিরি আপনালয়ে
বিধাতা বা অবতার আসবার আশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




