অবশেষে নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ ৩৭০-এর খোঁজ পাওয়া গেছে বলে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। সোমবার তিনি নিখোঁজ বিমানটির যাত্রীদের আত্মীয়-স্বজনদের উদ্দেশে বলেন, নতুন একটি স্যাটেলাইট ফ্লাইট এমএইচ ৩৭০-কে খুঁজে পেয়েছে। বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিলো। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানায়, দুই সপ্তাহ আগে বিধ্বস্ত হওয়া ফ্লাইট এমএইচ ৩৭০ এর ২৩৯ জন যাত্রীই নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন।
আধুনিক বিমানের ইতিহাসে দীর্ঘতম ও রহস্যময় এই বিমান নিখোঁজের ঘটনায় যাত্রীদের স্বজনরা শেষ পর্যন্ত প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় ছিলেন।
নতুন স্যাটেলাইটের তথ্যের বরাত দিয়ে নাজিব রাজ্জাক বলেন, গোয়েন্দা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন যে, বিমানটি অস্ট্রেলিয়ার পার্থের পশ্চিমে ভারত মহাসাগরের মধ্যে বিধ্বস্ত হতে পারে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এদিকে এয়ারলাইন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মন্তব্যের সূত্র ধরে বিমানের সব যাত্রীদের স্বজনদের কাছে একটি শোক বার্তা পাঠিয়েছে। বার্তায় তারা লিখে, “মালয়েশিয়া এয়ারলাইন কর্তৃপক্ষ অত্যন্ত শোকের সাথে জানাচ্ছে যে, ফ্লাইট এমএইচ ৩৭০ খুঁজে পাওয়া গেছে এবং বিমানের যাত্রীদের কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।”
প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক ও এয়ারলাইন কর্তৃপক্ষের সম্মিলিত বার্তা বিমানটি উদ্ধারে সমস্ত কার্যক্রমের সমাপ্তি বলেই ধরে নেয়া হচ্ছে।
এসবিএ/রর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


