লজ্জাবনত কুমারী অঙ্গে শ্বাপদ শিহরণ
কিংবা বর্ষার রুঢ বর্ষণ- জনতার ক্রন্দন, কাটা লাশ, ধর্ষিতার নগ্ন দেহে কুকুরের লালা
তুমি কি দেখেছিলে?
নিকষ কালো রাতের আধারের সবটুকু মেখে,
কামুকতায় আচ্ছন্ন পোস্টমর্ডান বিড়াল
ঝর্ণার পাশে বসে ছিন্ন ভিন্ন করেছিল বঙ্গললনাকে
রক্তের বানে রচিত করেছিল কস্তুরিকল্প
কু-মানুষ সে
সে রাজাকার!
আজ ফিরেছে সেই আধার আবার
শ্বেত শুভ্র ডিম্ব-কলোনী গড়ছে রাজাকারের পশ্চাৎদেশে
কিন্তু আজ হবে শ্বাশত বিচার
হুলো বিড়ালের কাটাযুক্ত লিঙ্গে ছিন্নভিন্ন হবে ডিম্ব-কলোনী
ঠিক সেই ঝর্নার পাশে বসে বঙ্গললনার মিটিমিটি হাসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


