somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#করোনা_ভাইরাস_বাংলাদেশের_প্রস্তুতি_তলানিতে!

২১ শে মার্চ, ২০২০ ভোর ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সরকার বাহাদুর করোনা ভাইরাস নিয়ে এখন পর্যন্ত কী কোনো আন্তঃমন্ত্রণালয় সমন্বিত বৈঠক করেছে? না, করে নাই। তাহলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কীভাবে বিদেশ থেকে আগত যাত্রীদের গাইডলাইন দেবে? ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ কীভাবে তাদের চেকআপ করবে? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কী হাসপাতালের ডাক্তার ও নার্সদের জন্য কোনো সুরক্ষা ইকুইপমেন্টস সাপ্লাই দিয়েছে? তাহলে ডাক্তার-নার্সরা কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সেবা করবে?

আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কী কোনো সভা করেছে, কীভাবে বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কী কোনো নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে তারা এই দুর্যোগের সময়ে নিজেদের আত্মরক্ষার পাশাপাশি দায়িত্ব পালন করবে? আমাদের জনসাধারণকে কী সরকারিভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে, যে কীভাবে তারা হোম কোয়ারেন্টাইন করবে?

আপনি স্কুল কলেজ ছুটি দিলেন কিন্তু ছুটি পেয়ে ছাত্রছাত্রীরা কীভাবে বাড়িতে থাকবে, তার কী কোনো গাইডলাইন সরকারিভাবে দেওয়া হয়েছে? তারা ছুটি পেয়ে কক্সবাজারসহ পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে গিয়েছে। এই দায় তাহলে কার?

আমাদের দেশের এখনো শপিংমলগুলো খোলা। মানুষজন নির্ভয়ে কেনাকাটা করছে। সিনেমা হল খোলা। মানুষজন সিনেমা দেখতে যাচ্ছে। কারো জন্য সরকারিভাবে কোনো নির্দেশনা নাই। তাহলে এই রাষ্ট্র কী এই দুর্যোগময় সময়েও স্রেফ ভূতে চালাচ্ছে? সরকার বাহাদুরের তাহলে কাজটা কী? শুধু মুজিব বর্ষ নিয়ে রাতদিন গলদঘর্ম করলেই করোনা তোমাদের পূজা দেবে তাই না?

জরুরিভিত্তিতে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বিত বৈঠক ডাকুন। সেখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের কী কী কাজ হবে, তা যথাযথভাবে ভাগ করে দিন। বিদেশ থেকে যারা করোনা ভাইরাস নিয়ে দেশে ঢুকেছে, তারা কোথায় কোথায় কার কার সাথে ঘুরেছে, মিশেছে, তা আইডেনটিফাই করুন, তাদেরকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করুন। ইতোমধ্যে যে সকল জেলায় এই ভাইরাস ছড়িয়েছে, সেগুলোকে লকডাউন করুন।

জরুরিভিত্তিতে কেবল ঔষধের দোকান, খাবারের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান, ব্যাংক এবং হাসপাতাল খোলা রাখার ব্যবস্থা করুন। প্রয়োজনে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করুন। যাতে বাজারে কেউ জিনিসপত্রের দাম নিয়ে শয়তানি করার দুঃসাহস না পায়। বাকি সবকিছু বন্ধ করে দিন। জরুরিভিত্তিতে দুই সপ্তাহ সবকিছু লকডাউন করলে খুব একটা ক্ষতি হবে না। কিন্তু সবকিছু খোলা রেখে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্পূর্ণ বৃথা চেষ্টা হবে।

চীন উহানে যে কৌশল নিয়েছিল, সে ধরনের কঠোর কৌশল নিতে হবে। আমাদের মিডিয়া হাউজগুলো সংবাদ কর্মীদের সম্পূর্ণ সুরক্ষা না দিয়েই সংবাদ সংগ্রহের জন্য এখানে সেখানে পাঠাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। করোনা ভাইরাস ধনী গরীব, উকিল, ব্যারিস্টার, রিক্সাওয়ালা, বড়লোক, মন্ত্রী, সিপাহশালার কাউরে চেনে না। করোনা ভাইরাস চেনে কেবল হিউম্যান বডি। করোনার কেবল একটা হিউম্যান বডির মত হোস্ট দরকার। আর কিছু না। করোনা কারো সামাজিক স্টাটাস দেখে তার কাছে ভিড়বে না, এমন কোনো প্রমাণ নাই।

কোনো সিঙ্গেল মানুষ কিংবা কোনো সিঙ্গেল পরিবার এককভাবে হোম কোয়ারেন্টান করে কোনো ফল পাবে না। যদি না গোটা দেশের সকল মানুষ একটা সুনির্দিষ্ট গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন না করে। রোগতত্ত্ব বিভাগ দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দায়িত্ব শেষ করানোর নাম সম্পূর্ণভাবে দায়িত্বে অবহেলা। একটি সরকার এমন দুর্যোগ মুহূর্তে এভাবে দায়িত্বে অবহেলা করতে পারে না।

চীনের উহানে করোনা ভাইরাস ধরা পরে গত ডিসেম্বর মাসে। ২১ জানুয়ারি থেকে গোটা বিশ্ব করোনা নিয়ে সতর্ক। আর বাংলাদেশ প্রায় আড়াই মাস সময় পেলেও করোনা ভাইরাস নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো জরুরি বৈঠক করেনি। ভাবা যায় আমরা কত বড় বেহায়া একটা রাষ্ট্র? আর কত বড় অদূরদর্শী এই দেশের সরকার? তাহলে এই রাষ্ট্র এই করোনা ভাইরাস মোকাবেলা করবে কীভাবে?

দেশের প্রধানমন্ত্রী হুজুরদের দিয়ে মসজিদে মসজিদে প্রচার চালানোর আহবান জানান। কতটা অবৈজ্ঞানিক ও হাস্যকর কথাবার্তা বলেন স্বয়ং একটি দেশের প্রধানমন্ত্রী! ভাবা যায়? যেখানে খোদ মক্কা-মদিনা-ভ্যাটিকান শাটডাউন করা হয়েছে। জনসমাবেশ সকল দেশে নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে গিয়ে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বলেন হুজুর প্রচার করলেই কাম হয়ে যাবে। কতটা হাস্যকর! কতটা অযৌক্তিক! কতটা অবৈজ্ঞানিক!

মনে হচ্ছে করোনা ভাইরাস বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন আর হুজুরদের কথায় চুপচাপ থাকবে! এত বড় গাধাদের দিয়ে এই রাষ্ট্র কীভাবে টিকবে? এতবড় দায়িত্বে অবহেলা করে এই সরকার এই দায় এড়াবে কীভাবে? যেখানে গোটা বিশ্ব মোস্ট এমার্জেন্সিতে রয়েছে,, সেখানে এরা প্রতিদিন বাণী দিচ্ছে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো! এতবড় মিথ্যা কীভাবে ঠেকাবেন?

আমাদের হাসপাতালগুলোতে এমনিতেই জীবাণু'র বাসা। সেখানে একবার করোনা ভাইরাস ছড়িয়ে গেলে কেউ রক্ষা পাবে না। করোনা কারো চেহারা দেখে ছাড় দেবে না। কোনো লিঙ্গ দেখেও ছাড় দেবে না। আড়াই মাস সময় পেয়েও এই রাষ্ট্র চুপচাপ বসে ছিল। এই আড়াই মাসের অবহেলা থেকে কী পরিমাণ যে দণ্ড দিতে হবে, সে বিষয়ে খোদ সরকারের কোনো ন্যূনতম ধারণা নাই।

একবার ভাবুন তো ইতালি'র মত উন্নত দেশ যেখানে হিমসিম খাচ্ছে। চীন নিজেদের সামলে নিয়েছে। কারণ ওটা কমিউনিস্ট রাষ্ট্র। শাসকের সাথে প্রত্যেকটি মানুষের সরাসরি সংযোগ আছে। কমিউন পদ্ধতিতে ওখানে সবকিছু চলে। ওখানে নিয়ম মানে নিয়ম। একচুল অনিয়ম করার কারো সুযোগ নাই। ইতালি শুরুতে হেলাফেলা করেছিল। এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইরান হিমসিম খাচ্ছে। দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন পর্যন্ত লকডাউনে চলে গেছে। বাংলাদেশের যে কী অবস্থা হবে, এটা ভেবে আমি ঘুমোতেও পারছি না।

এত বড় দুর্যোগের সময় বড় ধরনের ভলান্টিয়ার গ্রুপ দরকার হবে। কাদের ভলান্টিয়ার করা হবে? তাদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে? তাদের সুরক্ষা কীট কী হবে? সেই কিট কোথায় কীভাবে পাওয়া যাবে? আন্তঃমন্ত্রণালয়ের যারা বিভিন্ন দায়িত্বে থাকবে, তাদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে? তাদের সবার জন্য সুরক্ষা কিট কী হবে? এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নাই। আজব একটা দেশে আমরা বসবাস করছি।

জরুরিভিত্তিতে একটা গাইডলাইন দাঁড় করান। সে অনুযায়ী সবার দায়িত্ব ভাগ করে দিন। দায়িত্বে একচুল পরিমাণ ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। জনসমাগম সম্পূর্ণভাবে বন্ধ করুন। কেউ ঘর থেকে বের হলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে পাস নিয়ে বের হবে। মাত্র দুটি কাজের জন্য ঘর থেকে বের হওয়া যাবে। এক খাবার কেনা বা বাজার করা। দুই ঔষধ কেনা। কেউ ঘুরতে বের হলেই তাকে মিনিমাম এক হাজার টাকা জরিমানা করা হোক। মানুষের চলাচল সীমিত করা হোক। আইন মানে আইন।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এদেরকে এই দায়িত্ব দিন। আমতা আমতা করতে করতে যখন আরো দেরি করবেন, তখন আর কেউ রক্ষা পাবে না। গোটা বিশ্বে যেখানে স্বাস্থ্যের জন্য রেড এলার্ট চলছে, সেখানে আমরা তামাশা নিয়ে আছি। আজব একটা দেশ। এভাবে একটা দেশ এই একুশ শতকে টিকতে পারে না। মড়ক লাগার আগে এসব বিষয়ে সরকার সতর্ক না হলে খুব শিঘ্রই বাংলাদেশ এক মৃত্যুপুরীতে পরিণত হবে।

কেবলমাত্র এই বেহায়া সরকারের উপর নির্ভর করলে আমজনতাও বাঁচতে পারবে না। প্রত্যেক নাগরিককে নিজনিজ দায়িত্ব নিয়ে এই করোনা ভাইরাস মোকাবেলায় নিজের কর্তব্যটুকু পালন করতে হবে। কেউ অনিয়ম করলে তাকে পুলিশে দিন। এভাবে বসে থাকলে খোদার মাল কেউ রক্ষা করতে পারবে না।

আর এসব যদি সরকারি উদ্যোগে করা না হয়, তা হলে মৃত্যুর জন্য সবাই প্রস্তুতি নিন। করোনা কাউরে ছাড়বে না। এভাবে অবহেলা করতে করতে এই সরকার দেশে একটা দুর্ভিক্ষ লাগিয়ে ছাড়বে। তাদের কাছে লুটপাটের টাকা আছে। সাধারণ খেটে খাওয়া মানুষ কীভাবে খাবার পাবে, তা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নাই।

আমি সুস্পষ্টভাবে বলতে পারি, আরো একটু দেরি করলে নোঙ্গরখানা খুলেও রক্ষা পাবেন না। প্রত্যেক জেলায় কিছু প্রাইভেট হাসপাতালকে জরুরিভিত্তিতে করোনা ভাইরাসের স্পেশাল সার্ভিস দেবার জন্য তৈরি করুন। যেখানে করোনা ভাইরাসের রোগী আছে, সেই জেলা বা থানাকে লকডাউন করে দিন।

করোনা আছে এমন ব্যক্তিকে শনাক্ত করুন। তাকে আইন মানতে বাধ্য করুন। এটা মোটেও তামাশা নয়। মুজিব বর্ষের সকল অনুষ্ঠান অন্তত তিন মাসের জন্য স্থগিত করুন। বেঁচে থাকলে আমরা অনেক অনুষ্ঠান করতে পারবো। মনে রাখবেন, আতশ বাজি পুড়িয়ে বাংলাদেশ করোনা ভাইরাসকে স্বাগত জানিয়েছে। তাই বাংলাদেশকে এর দায় মেটাতে হবে কড়ায় গণ্ডায়! প্রকৃতি কাউরে ছাড়ে না।

উন্নত দেশগুলো তাদের সামর্থ্যের জোরেই এই দুর্যোগ কাটিয়ে উঠবে। কিন্তু বাংলাদেশে একবার যদি করোনা ভাইরাস স্প্রেডআউট হয়, কেউ রক্ষা পাবে না। সেজন্য আমাদের কঠোর প্রস্তুতি নিতে হবে। সরকার বাহাদুরের ঘুম না ভাঙলে বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হবে। কোনো দৈব ঘটনার সাহায্যে আমরা রক্ষা পাবো, তেমন কোনো আশ্চার্য প্রদীপ কারো কাছে নাই। মন রাখবেন সময়ের একফোঁড়, অসময়ের দশফোঁড়। অতএব সাধু সাবধান।




সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২০ ভোর ৬:১৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

একমাত্র আল্লাহর ইবাদত হবে আল্লাহ, রাসূল (সা.) ও আমিরের ইতায়াতে ওলামা তরিকায়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:১০



সূরাঃ ১ ফাতিহা, ৪ নং আয়াতের অনুবাদ-
৪। আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই।

সূরাঃ ৪ নিসার ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

×