যদি ভালোবাসি বলো
নবপ্রভাতের আকাশ হতে এক মুঠো অরুণোদয়ের রঙ-এ
একে দিয়ে যাব তোমার প্রাঙ্গন ।
সোনালী শস্যের মাঠ হতে নবান্নের সুঘ্রাণে
মাতিয়ে যাব তোমার বসত ।
যদি ভালোবাসি বলো
শরতের বিল হতে পদ্ম-শাপলার লাল সাদা নীলে
মালা গেঁথে গেঁথে দিব তোমার গলে ।
কাশবনের শুভ্রতা রূপালি জ্যোৎস্না রাতে
জেগে রবে তোমার শয্যাপাশে ।
যদি ভালোবাসি বল
নদীর জলে তরণীর চুম্বনের অকৃত্রিম সুরে
রচে দেব তোমার স্বরলিপি ।
বউকথাকও কোকিলের সুললিত কুহূতানে
সৃজিব তোমার বীণার বাণী ।
যদি ভালোবাসি বল
দিগন্তের ওপাড় হতে অস্তরবির আবীর পরশে
আঁকব তোমার টিপ লালে,
বৃষ্টিভেজা রংধনুর সাত রঙ্গা পুষ্পদাম
কাকন সাজাবে তোমার দুহাতে।
যদি ভালোবাসি বল
মেঘদলের দেশ হতে স্বপ্নঘুড়ি
নাটাই দেব তোমাকে
স্বপ্নপুরির প্রান্তরে স্বপ্নীল অনুভব
ছোঁয়াব তোমার অধরে ।
যদি ভালোবাসি বল
অসীম নীলের উত্তাল ঊর্মিমালা-কলতানে
তোমার মৌনতা মুখর
প্রিয় স্মৃতিস্মরণে আকাঙ্খিত নীরবতায় প্রিয়
একান্ত তোমার প্রহর।
যদি ভালোবাসি বল
শত জন্মে এক হৃদয়ের ঊষ্ণতায়
রাঙ্গাব তোমার হৃদয়
অভিমানী তোমার দুচোখের কাজলকালো গভীরে
প্রার্থিত আমার সময় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




