............... ,
আমার বৃষ্টি বেলায় তোমার আমন্ত্রন।বৃষ্টির ফোটায় মিশে থাকা মেঘবালিকাদের সৌন্দর্যময়ক্ষণের আহবান।উত্তপ্ত ধরণীর বুকে শীতলতার পরশ মাখানো ক্ষণে তোমার নিমন্ত্রন। ঝিরিঝিরি বর্ষাবেলা, নগরের রাত্রিতে আবছা লাল আকাশে তোমার হৃদয়ের স্মরণ।তোমার ক্ষণগুলোতে তোমার নিমন্ত্রন।
কেমন আছো? এই শ্রাবণ রাতে অবিরাম ধারা ঝরছে। অনেকগুলো দিন তোমাকে দেখিনা।এবার বোধহয় এক বছর একুশ দিনেও হবে না।বাস্তবিক হৃদয়ের দুরত্ব অতিক্রম করার মত কিছুই বোধহয় নেই।তাই আমিও তোমার হৃদয়ে কড়া নাড়তে পারিনি। থাক সেসব কথা।
পরীক্ষা কেমন হলো? শেষ হয়েছে কি? এখন কি তোমার ছুটি? দু'দন্ড অবসর কি তোমার এখন?
অনেকদিন পর তোমাকে লিখছি , তাই গুছিয়ে উঠতে পারছিনা। আমার পরীক্ষা চলছে।
আমাদের স্বপ্ন গুলো অনেকদিন মুখিয়ে আছে স্বপ্নের আকাশে ডানা মেলার জন্য।আজ হোক কাল হোক সে গুলো যদি ডানা মেলে তবে পৃথিবী অনেক সুন্দর হবে। সেই সুন্দরের হাতছানিতে ভালো থেকো। ভালোবাসি।
০৮০৮০৯
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




