কেমন তোমার ভালোবাসা
শুধু ভালোবাসার মানুষকে কাছে টানতে চাও?
তুমি কি চাঁদ রে দেখ নাই?
যে চাঁদ নিজের আলো দিয়া পৃথিবীরে সুখি করে
দিনের পর দিন
সে তো কখনো পৃথিবীরে কাছে টানতে চায় না!
তয় তুমি কেন চাও?
তুমি কি পথরে দেখ নাই?
নিজের বুকের উপর দিয়া পথিকেরে
বাড়ি পৌছায় পথ
পথ যদি পথিকেরে ধইরা না রাখে
তয় তুমি কেন চাও?
গাছের যে ডালে পাখি বাসা বান্ধে
তারে কি দেখছো পাখিরে আপন করতে চায়?
সে যদি না চায়
তয় তুমি কেন চাও?
নদীরে কি কভু দেখছো
সাগরেরে কাছে চায়?
নদীর বুকে চর পড়ে
তবুও নদী সাগরেরে পানি দেয়;
নদী যদি না চায়
তয় তুমি কেন চাও?
যারে ভালোবাসলা
তার সুখই তো তোমার সুখ,
সে যদি আর কাউরে ভালোবাসে
আর কোথাও সুখী হয়
তয় তোমার কিসের কষ্ট?
তোমার ভালোবাসা তো আজীবন
তোমার বুকেই থাকব।
কোন দিন কি শুনছ
ভালোবাসা ফুরাইয়া গেছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




