যেহেতু গতকাল ঈদের আগে শেষ ক্লাশ ছিলো ,সেহেতু রাতে কার্ড খেলা হয়েছিলো ।যেহেতু কার্ড খেলা শেষ হতে দেরি হয়েছিলো,সেহেতু সেহেরীর আগে ঘুমানোর সময় ছিলো না এবং সেহেতু সেহেরী খেয়েই ঘুমিয়েছিলাম।যেহেতু সেহেরী খেয়ে ঘুমিয়েছিলাম সেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিলো।যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিলো, সেহেতু ব্যাংকে যেতে দেরি হয়েছিলো। যেহেতু ব্যাংকে যেতে দেরি হয়েছিলো সেহেতু লাইনে অনেক জনের পিছনে দাঁড়াতে হয়েছিলো। যেহেতু অনেক লম্বা লাইনে দারাতে হয়েছিলো, সেহেতু ব্যাংক থেকে ফিরতে দেরি হয়েছিলো।যেহেতু ব্যাংক থেকে ফিরতে দেরি হয়েছিলো সেহেতু সময়মত ছাত্রের বাসায় না পৌছানোর জন্য ফোন করতে হয়েছিলো এবং ছাত্র সন্ধ্যার পর যেতে বলেছিলো।যেহেতু ছাত্রের বাসায় সন্ধ্যার পর গিয়েছিলাম তাই ফিরতে সাড়ে দশটা বেজেছিলো।যেহেতু টিউশনি থেকে ফিরতে সাড়ে দশটা বেযেছিলো, সেহেতু প্রজেক্টের কাজ শেষ করতে রাত বারটা বেজেছিলো।যেহেতু রাত বারটার বেশি বেজেছিলো,সেহেতু রাহাত জিজ্ঞেস করেছিলো আজকে না আগামীকাল।যেহেতু রাহাত জিজ্ঞেস করেছিলো তাই আমার মনে পরে গেল আজই ।যেহেতু আমার মনে পরে গিয়েছিলো সেহেতু আমরা ছাদে গিয়েছিলাম।যেহেতু আমরা ছাদে গিয়েছিলাম সেহেতু সাক্ষী হতে পারলাম অবিস্মরণীয় এক ঘটনার।চাঁদের খুব কাছে অনেক উজ্জ্বল মঙ্গল।চাঁদকে কেন্দ্র করে এক্তা ক্রমপ্রসারমান বলয়।এই জীবনে বোধহয় আর দেখা হবেনা । যারা দেখেছেন ভাগ্যবাণ।যারা দেখেন নি কোনদিন বুঝতেও পারবেন না কি থেকে বঞ্চিত হলেন।
আমার এই সৌভাগ্যের জন্য কে ধন্যবাদ প্রাপ্য?
• বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ(গতকালই বন্ধ দেবার জন্য)
• আমি(কার্ড খেলের প্রস্তাবক হিসেবে)
• ব্যাংকের লাইনে দাঁড়ানো মানুষগুলো
• আমার ছাত্র(রাতে পড়াতে না বললে প্রজেক্ট এর কাজ আরো আগেই শেষ হতো)
• রাহাত(মনে করিয়ে দেবার জন্য)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




