চিত্রা,
শেষ পর্যন্ত ঢাকা ছাড়তে হলো। ২৮ ও ৭ তারিখে তোমার সাথে খুব জরুরি কাজ ছিল,থাকা হলনা। তুমি শর্ত দিয়েছ পরীক্ষার আগে আর দেখা করা যাবেনা। ঢাকা থেকেও তোমার সাথে দেখা হবেনা, এটা ভাবতে পারিনা। ঢাকা ছেড়ে চলে গেলাম। শরীরের মধ্যে কি যেন একটা হয়েছে। সারাক্ষণ জ্বর থাকে।
তোমার সাথে কখনো মিথ্যা বললে পওে তা বলে দিয়েছি। মানুষ হিসেবে যদি আমাকে বিচার কর তাহলে বলবো, আমার অনেক ত্রুটি আছে তবে তা কাটিয়ে উঠার চেষ্টা আছে।
তোমাকে দেখে মনে হয়েছে তুমি ভয়াবহ অসুস্থ। সামনে পরীক্ষা। যতি পরীক্ষা পর্যন্ত রোযা বন্ধ রাখতে পার তাহলে শরীরের জন্য ভাল হোত।
কয়েকদিন আগে রক্ত না দিলে বলতাম না
আ-মা-র খু-উ-ব খা-রা-প লা-গ-ছে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


