চিত্রা,
নিজের সঙ্গে যুদ্ধ করি
তোমার সঙ্গে মিত্রতা
নিজ হৃদয়ে মিথ্যা প্রবল
মানুষ বলে হিংস্রতা...
প্রতিদিন অসম যুদ্ধে আমি হেরে যাই, বিশ্রিভাবে হেরে যাই। গ্ল্যাডিয়েটরের মতো বাঘের নখে আমার বুক ছিড়ে যায়। হায় অনাগত! মুক্তি, গণতন্ত্র, বিপ্লব তোমরা আর কতো দূরে?
এভাবে প্রতিদিন হেরে যেতে কার ভাল লাগে? আমার দৈন্যতা প্রকাশ করতে কি আর তার কাছে যাওয়া উচিত? তুমি শ্যামলা চিত্রা আমার, তুমি থাকো অহর্ণিশি তোমার আপন ভূবনে।
যদি নিরন্ন মানুষেরা একদিন গণতন্ত্র শব্দের অর্থ হাত দিয়ে ছুয়ে দেখতে পারে সেদিন তোমাকে হারানোর বেদনা এত প্রকট হয়ে উঠবে না।
আলো অন্ধকারের এ নির্জনতায়
শুধু হিমশীতল বাতাসকে ছুয়ে বলি
এ কষ্ট তুমি জমা রাখো তোমার
গোপন সানকিতে
আমি উজান বেয়ে ফিরে এলে
কড়ায় গন্ডায় শোধ দিও...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


