ঢাকায় ঘুরে দেখার মত অনেক জায়গাই আছে। কিন্তু জ্যাম আর লোকসংখ্যার কারনে তিলোত্তমা ঢাকার রূপটা ঢাকা পড়ে যান্ত্রিকতায়। ভাবিছি আজ আর কাল ব্লগারদের চিড়িয়াখানা দেখাবো। চলুন কথা না বলে ঢুকে পড়ি.........।

শহরের বিভিন্ন স্থান থেকে এখানে আসা যায় অনেক মাধ্যমেই। চিনতে কোন সমস্যা হবে না লোকজন হাত উচিয়ে দেখিয়ে দেবে

তবে হকার আর বিভিন্ন ব্যানার পেরিয়েগেট খুজতে চোখ একটু এদিক ওদিক ঘোরাতে হবে। আশেপাশের মানুষ ভাবতে পারে আপনি প্রিয়জনকে খুঁজছেন।

টিকিট কেটে ভিতরে ঢুকলেই অন্য পরিবেশ

কান ঝালাপালা করা মানুষ আর গাড়ীর শব্দের বিপরীতে প্রাকৃতিক বাতাস, পাখির কিচির মিচির আর স্বাগত জানানো বানরগুলো কেচকেচ।

রয়েছে শিম্পাঞ্জি ও উল্লুক
বাদরের বাদরামি দেখে বেশ খানিকটা সময় পার করে দেয়া যায়। কিন্তু না সন্ধ্যে নামার আগেই ফিরতে হবে। তাই একটু অন্যদিকে যাই।

এর নাম কালেম পাখি। ছোট্ট একটু ভিডিও করেছি

বিপন্ন শকুন। বন্দী দশায় খাবার সংকটতো রয়েছেই। আরো আছে মানুষের অত্যাচার। ঐ যে ওপরে সেভেন আপের বোতল ছুড়ে মারার নিদর্শন।

এইটাতো আমার উপর লাফায় পড়তে লাগছিল। তারপর মুখ ঘুড়িয়ে ছিল

ভোদর মাছ খায়....। কিভাবে চলুন ভিডিও দেখি

অনেক খাঁচায় ফাকা

তার ভিতরে মুমুর্ষ এক কুমির

চঞ্চল গিনিপিগ

টরিয়র কুকুরের দুর্দশা

নেপালী গরু

গন্ডার
আর বিশাল দেহ নিয়ে জলহস্তির দাপাদাপি

ওরিক্স
সামহোয়ারইনব্লগ ছবি আপলোড নিচ্ছে না। আরো কিছু শেয়ার করার ইচ্ছা ছিল। কাল আবার দেখা হবে..............
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




