হাঁটতে হাঁটতে একসাথে হাজারতম দিন আমাদের-
ওই তো সেদিন অলকানন্দার পুষ্করিণীতে
ফুল তুলতে গিয়ে আমাদের পরিচয়।
তারপর বেশ ক'বার আমাদের দেখা হয়ে যায়
জিলেপী খেতে, বইয়ের শেল্ফে, কে'সি দাশের মিষ্টির দোকানে।
"আরে, বাহ আপনি আবার এখানে।
এইতো এখান দিয়েই যাচ্ছিলাম।"
হুট করে অপরচিত ভীরের মাঝে
দুটো মানুষের পরিচিত হয়ে ওঠার গল্প,
আহ্লাদের যত্ন, অনুশাসন তারপর ভালোবাসা।
এরপর আমাদের অযুততম দিনে পাল্টে যাবে পৃথিবীর নিয়ম,
প্রেম বলতে যা অবশিষ্ট থাকবে-
তার কিছু অংশে আমি তোমায় তুমি বলে ডাকবো
আর তুমি সন্ধ্যের অনেক আগেই আমার বুকে মুখ লুকোবে।
তারপর হঠাৎ হঠাৎ আমাদের দেখা হয়ে যাবে
অলকানন্দার পুষ্করিণীতে, জ্যোছনার মাঝরাতে।
আমাদের মাঝে বেচে থাকা অবশিষ্ট ভালোবাসাটুকু হবে
এক নতুন পৃথিবীর উপক্রমণিকা।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


