অপ্সরী (ছদ্মনাম) আমার বন্ধুদের একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিরও প্রায় এক বছর পর থেকে বন্ধুত্বটা শুরু হয়েছিলো। আমাদের একটি গ্রুপ তৈরী হয়েছিলো খুব দ্রুতই। বেশ জমে উঠেছিলো আমাদের গ্রুপটি। ও ছাত্রী হিসেবেও ভালো ছিলো। অবশ্য গ্রুপে যে কয়জন মেয়ে ছিলো ওরা সবাই ছাত্রী হিসেবেও ভালো ছিল।
যাই হোক, 2000 সালের শেষ দিকে মাস্টার্স পরীক্ষা (99 সালের মাস্টার্স) শুরুর সময় থেকেই অর্পিতার সঙ্গে আমার চমৎকার বনধুত্ব। বন্ধুত্বের বৃহৎ আঙ্গিনা ছেড়ে তা কখনোই সংকীনতায় মোড় নেয়নি। পরীক্ষা হলো... রেজালট হলো।
2001 এর নবেম্বরে আমি হল ছাড়লাম। তারপরেও অপ্সরীর সঙ্গে চমৎকার সম্পর্ক আমার। একদিন মধুর কেন্টিনে বসে আড্ডা দিচিছ। হঠাৎ আমাদেরই আরেক বন্ধু বললো অপ্সরীর খবর জানিস ? ওমুক ভাইয়ের সঙ্গে সে......। বললাম তাই নাকি ? বন্ধু প্রেম করবে ..আর আমি জানবোনা ?.... ফোন দিলাম-- হাসতে হাসতে প্রশ্ন করলাম....কি খবর ....কি যেনো শুনলাম....সত্যি নাকি....খাওয়াতে হবে কিন্তু।......... অপ্সরী বললো কি শুনেছিস?........বললাম। অপ্সরীর পালটা প্রশ্ন............ তোকে কে বললো ? আমি হাসতে হাসতে বললাম.....নাম বলা যাবেনা।বেশ কয়েকবার জানতে চাইলো অপ্সরীর। বললামনা।
এরপর সারাদিনে একবারও অপ্সরীর ফোন পেলামনা। রাগ হলো আমারও । যাই হোক অপ্সরীও কেমন যেন এড়িয়ে যেতে লাগলো। দুরে সরে গেলাম আমিও।
দীর্ঘ বিরতির পর আবার যোগাযোগ...এখনো কথা হয়....ঠিক ছন্দটা যেনো আগের মতো নেই। কিন্তু ঘটনার প্রথম দিন থেকেই আমি অপ্সরীর এই আচরনের কারন টা খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধুত্বটাকে এভাবে দুরত্বের ছোঁয়া পাইয়ে দিলো..আমি জানিনা। ওকে কখনো জিজ্ঞেস করা হয়নি..করবোওনা।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



