দুঃসহ দিন যাপনের দুঃখ তাড়া করে বেড়ায় আজো। কি চাইতে কি পেয়ে কি হারায়ে নিঃস্ব আমি। ফিরে দেখি বড় বেশি বাড়াবাড়ি করে ফেলেছি; সহজ সরল সমীকরণকে জটিল করে হিসেব কষার মধ্যে অন্যরকম কিছু নেই নেহায়েত রাশি রাশি যন্ত্রণা।
বিনিদ্র রাত আরেকটা দুঃসহ দিনের জন্ম দেয়। রাতের অমানিশায় নিকষ আধাঁর ভাবনার আলয় আলো ঢুকতে দেয় না - প্রলম্বিত হতাশার আরো দীর্ঘ হবার খুশিতে সে কি হাতছুড়েঁ নাচন-কোদন। তা দেখে আমার আমি মূঢ়।
বিপুল বিশাল আকাশের নীচে কেবলই শূণ্যতা। অস্থির আমি শূণ্যতার পুরুত্ব বের করা নিয়ে উদ্বিগ্ন - এক প্রস্থ, দুই প্রস্থ নাকি এও শূণ্য!
কেন আমি পরজীবি। অন্যের জীবন রস শুষে শুষে কেন বেঁচে থাকা। তাই তো এত দুঃখ, কষ্ট, তাই তো এত যন্ত্রণা!
শেষে নিঃস্তব্ধতায় মগ্ন থাকতে চেয়েছি, পেয়েছি মন গোঙানির শব্দ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




